Advertisement

বাংলাদেশ

Pori Moni: পরীর ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও, নেটে আর মিলবে না কিছুই?

Aajtak Bangla
  • ঢাকা,
  • 31 Aug 2021,
  • Updated 3:33 PM IST
  • 1/13

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনির দিন কাটছে আপাতত জেলেই। তবে এক মাসেই মধ্যে তাঁর জামিনের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
 

  • 2/13

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মাদক মামলার জামিন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে নিম্ন আদালত যে আদেশ দিয়েছে, তা চ্যালেঞ্জ করে ইতিমধ্যে উচ্চ আদালতে আবেদন করেছেন পরীমনি।
 

  • 3/13

তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায়  নায়িকা পরীমনির জামিন শুনানির জন্য দিন এগিয়ে এনে আজ মঙ্গলবার তা ধার্য করা হয়েছে। গত রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কে. এম. ইমরুল কায়েশ এই আদেশ দেন। গত ২২ অগাস্ট পরীমনির জামিন চেয়ে আবেদন করা হয়। ওইদিন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে। উচ্চ আদালতের নির্দেশ  অনুসারে পরীমনির জামিন শুনানির দিন এগিয়ে এনে নতুন দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার।

  • 4/13


গত ৪ অগাস্ট বনানীর বাড়ি  থেকে পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, পরীমনির বাড়ি থেকে একটি সাদা জিপারে রাখা চার গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। আরও জব্দ করা হয় এক ব্লট ভয়ঙ্কর এলএসডি মাদক। পরীমনির বাড়ি থেকে বাজেয়াপ্ত বিদেশি মদসহ অন্যান্য মাদকের মোট দাম দেখানো হয়েছে ২ লাখ ৭ হাজার টাকা।
 

  • 5/13

তারপর থেকেই বাংলাদেশে খবরের শিরোনামে রয়েছেন পরীমনি। ইতিমধ্যে তাঁর সঙ্গে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের সম্পর্ক নিয়ে তোলপাড় হয়েছে দেশ। তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সামনে এসেছে।
 

  • 6/13

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নায়িকার ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও সব প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে ওই ঘটনা নিয়ে করা সব প্রতিবেদনও সরানোর নির্দেশনা চাওয়া হয়।
 

  • 7/13

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়া নুহাইয়া আহমেদ এ রিট দায়ের করেন। রিটে তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

  • 8/13

রিটের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী তাসমিয়া জানান, ‘সব মাধ্যম থেকে চরিত্রহানিকর রিপোর্ট/ব্যক্তিগত ছবি/ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ  চেয়ে রিট করা হয়েছে।’

  • 9/13

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

  • 10/13

 রিটে মৃত কলেজছাত্রী মুনিয়া ও জেকেজির ডা. সাবরিনার ব্যক্তিগত ভিডিও সরানোর আবেদনও করা  হয়েছে।
 

  • 11/13

একুশে টেলিভিশনের প্রাক্তন  সাংবাদিক ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে গত ১০ অগাস্ট  পরীমনি-সাকলায়েনের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিওটি আপলোড করা হয়।

  • 12/13

ফাঁস হওয়া ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ‘পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের গোপন ভিডিও! সাকলায়েন পরীমনির সঙ্গে তার অবৈধ সম্পর্কের কথা অস্বীকার করলেও তাদের গোপন একটি ভিডিও আমাদের কাছে পাঠান নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন পুলিশ কর্মকর্তা।’
 

  • 13/13

এক মিনিটি ৫৪ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা গেছে, সাকলোয়েনের জম্মদিনে কেক কাটছেন তারা। পরে পরীমনি তাকে খাইয়ে দিচ্ছেন। ভিডিওতে  সাকলায়েনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে দেখা গেছে পরীমনিকে।

Advertisement
Advertisement