Entertainment News Today 5th November 2021: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
এই বছরের দীপাবলিটা একটু বেশিই স্পেশাল ছিল অভিনেত্রী- সাংসদ নুসরত জাহান এবং তাঁর স্বামী, অভিনেতা যশ দাশগুপ্তের জন্য। তবে সেই সঙ্গে এদিন যশ- নুসরত সকলকে দিলেন বিশেষ উপহার। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ ঈশানকে নেটিজেনদের সামনে আনলেন তাঁরা।
প্রথমবার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চেলেছেন দিতিপ্রিয়া রায়। এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে অভিনেতা আদিত্য সেনগুপ্তের।
শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই সকলকে চমকে দিয়ে টিআরপি তালিকায় প্রথম তিনে পৌঁছেছে 'উমা'। গত সপ্তাহের রেটিং চার্টও ৮.১ স্কোর করে তৃতীয় স্থানে ছিল এই মেগা। ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা।
কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এখনও মানসিকভাবে বিপর্যস্ত তিনি। শুক্রবার হঠাৎ ফেসবুক লাইফে এসে ঝরঝরিয়ে কাঁদতে শুরু করলেন অভিনেত্রী। "এই সমাজে বোধ হয় আমি বা আমার মতো মানুষ থাকার যোগ্য নই।"
চলছে 'জয় কালী কলকত্তেওয়ালি' -র শ্যুটিং। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নুসরত জাহান ও সোহম চক্রবর্তী। গত অক্টোবর মাস থেকে শুরু হয়েছে সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ-র এই ছবির শ্যুট।
মুম্বই মাদক মামলা থেকে সরানো হল NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে। তাঁর জায়গায় আরিয়ান ড্রাগ মামলার দায়িত্ব দেওয়া হল সঞ্জয় সিংকে। সমীর ওয়াংখেড়ের অধীনে আরও ৫টি মামলাও তত্ত্বাবধান করবেন সঞ্জয় সিং।
বলিউড অভিনেতা শাহরুখ খান ও গৌরী খানের পুত্র আরিয়ান খান মাদক কাণ্ডের জেরে গত একমাস ধরে শিরোনামে রয়েছেন। গত সপ্তাহেই জেল থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন আরিয়ান। জামিনে মুক্তি পেলেও এনসিবি অফিসে হাজিরা দিতে হবে তাঁকে।
প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফা তার স্পষ্টভাষার জন্য পরিচিত। সম্প্রতি বগল নিয়ে করা বোটক্স চিকিৎসার কথা জানালেন মিয়া।