ভোট দিয়ে মরলে নেতাদের অসুবিধা নেই! গানে খোঁচা অভিজিতের
মরবে মরো, কিন্তু ভোট দেওয়া পরে মরো। মূল বার্তা এটাই। অন্তত সঙ্গীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্য তাই মনে করেন। করোনা মহামারীর মধ্যে রাজনৈতিক নেতা-নেত্রীদের প্রচারে হাজার হাজার মানুষের ভিড়। সব দেখেশুনে সঙ্গীত শিল্পীর উপলব্ধি, জনতা মরলে তাতে কোনও অসুবিধা নেই, শুধু ভোটটা দিয়ে মরলেই হল। পড়ুন সবিস্তারে...
করোনায় সাধারণের কাছে সাহায্যের হাত বাড়ালেন রিয়া চক্রবর্তী
প্রাক্তন বয়ফ্রেন্ড সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করার পর সারা দেশে তাঁকে নিয়ে কম কেচ্ছা হয়নি। মিডিয়া ট্রায়ালে জীবন তছনছ হয়ে গিয়েছে। খাটতে হয়েছে জেলও। তবেধীরে ধীরে আবার স্বাভাবিক ছন্দে ফিরছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। আকস্মিক ঝড়ে তাঁর জীবন ওলটপালট হলেও করোনা মহামারীর সময় জনসাধারণের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রিয়া। সোশালে শেয়ার করলেন গুরুত্বপূর্ণ তথ্য। পড়ুন সবিস্তারে...
PHOTOS: স্তন বিভাজিকায় ইন্টারনেট জ্বালাচ্ছেন নিধি
উষ্ণ আবহাওয়াকে এক ধাক্কায় আরও খানিকটা উষ্ণ করে তুললেন অভিনেত্রী নিধি আগরওয়াল। কালো সিক্যুইন পোশাকে নিধি আগরওয়ালের ফটোশুট রীতিমতো ভাইরাল হচ্ছে। ছবিতে রীতিমতো হট লাগছে তাঁকে। স্তন বিভাজিকায় ইন্টারনেটের তাপমাত্রা বাড়ালেন নিধি। দেখুন গ্যালারি...
নিষেধ না শুনে কুম্ভ মেলায় গিয়েছিলেন শ্রবণ, জানালেন উদিত নারায়ণ
ফোন রাখার পর আমি ভাবলাম এই ভয়ংকর মহামারীর সময় তিনি কেন গেলেন সেখানে? তাঁর স্বাস্থ্যে বিষয়ে আমি জানতাম। নানা রকম সমস্যা ছিল। তা সত্ত্বেও সেখানে গেলেন। পরে জেনেছি, তিনি কারও কথা শোনেননি। এক প্রকার জোর করেই কুম্ভ স্নানে অংশ নিতে গিয়েছিলেন। পড়ুন সবিস্তারে...
সচেতনতা বাড়াতে PPE কিট পরে ঘুরছেন রাখি সাওয়ান্ত
করোনা কতটা ভয়ংকর হতে পারে, দ্বিতীয় ঢেউ তার প্রমাণ দিচ্ছে। প্রতি দিন হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। আক্রান্তের সংখ্যা দৈনিক সাড়ে তিন লক্ষ ছুঁই ছুঁই। তার মধ্যেও বহু মানুষ বিষয়টিকে মোটেই গুরুত্ব দিচ্ছেন না। তবে এ বার সচেতনতা বাড়াতে এগিয়ে এলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। নিজের লুক নিয়ে বরাবারই ভীষণ সচেতন রাখী। কিন্তু গ্ল্যামারাস লুক ছেড়ে এখন PPE কিট পরে ঘুরছেন রাখি। দেখুন গ্যালারি...
লাল নীল হলুদ সবুজ সব পতঙ্গের সাজে মাতালো শিলিগুড়ির খুদেরা
স্কুলের বাচ্চাদের বিভিন্ন রকম পতঙ্গ সম্পর্কে সচেতন করতে শিলিগুড়ির একটি স্কুলের তরফ থেকে অভিনব উদ্যোগ নেওয়া হয়। স্কুল বন্ধ থাকায় বাড়ি থেকেই বিভিন্ন আকারের পতঙ্গের সাজে নিজেদের সাজিয়ে নিয়ে ভার্চুয়াল গো এজ ইউ লাইক পালন করেন তাঁরা। খেলার মাধ্যমে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়। লাল নীল হলুদ সবুজ সব পতঙ্গের সাজে ভার্চুয়াল মাধ্যমে শহর মাতায় শিলিগুড়ির খুদেরা। দেখুন গ্যালারি...