Advertisement

Film Wrap: আফ্রিকায় লাস্যময়ী নিক্কি, শেষমেশ ফিরলেন জুন আন্টি

হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? লকডাউন পরবর্তী সময়ে কীভাবে সামলে উঠছে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিগুলি? তারকারা কে কী করছেন রাজনীতির ময়দানে পা রেখে। সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।

নিকি তাম্বোলি ও উষসী চক্রবর্তী (ছবি: ফেসবুক)নিকি তাম্বোলি ও উষসী চক্রবর্তী (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2021,
  • अपडेटेड 11:52 PM IST
  • সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়।
  • সারাদিনের বিনোদনের খুঁটিনাটি।
  • হলি, বলি কিংবা টলি! সমস্ত খবর এক ক্লিকেই।

বাংলা বিনোদন জগতের বর্তমানে প্রথম সারির চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) নাম আসে। ইন্ডাস্ট্রিতে যদিও সকলের কাছে শিবু নামেই পরিচিত সে দীর্ঘদিন ধরে। এই বছর ২০ মে, শিবপ্রসাদের ৪৭ তম জন্মদিন।

আরও পড়ুন


মিম, ট্রোল, সোশ্যাল মিডিয়ার ঝড় কাটিয়েও দর্শকদের মনের কাছের হয়ে উঠেছে 'শ্রীময়ী' (Sreemoyee)। নেটপাড়ায় সম্প্রতি ঘুরছে কিছু নতুন মিম। তবে এবার ট্রোলিং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee), তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) ও বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Banerjee) নিয়ে।

'ফুডকা' ইন্দ্রজিৎ এবার  'রান্নাবন্না'-র বিশেষ পর্বে! শেয়ার করবেন বিশেষ রেসিপি
খাদ্যরসিকদের জন্যে স্টার জলসার রান্নার শো 'রান্নাবন্না' (Rannabanna) প্রায় প্রতিদিনই নিয়ে আসে অসাধারণ স্বাদযুক্ত নিত্য নতুন খাবার। এবারের অতিথি জনপ্রিয় ফুড ব্লগার ইন্দ্রজিৎ লাহিড়ী (Indrajit Lahiri)।

পর পর পাঁচ সপ্তাহ জি বাংলার 'মিঠাই'-র (Mithai) মাথায়ই উঠেছে সেরার শিরোপা। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে জনপ্রিয় ২ চ্যানেল জি বাংলা ও স্টার জলসার মধ্যে।   

খাদ্যরসিকদের জন্যে স্টার জলসার রান্নার শো 'রান্নাবন্না' (Rannabanna) প্রায় প্রতিদিনই নিয়ে আসে অসাধারণ স্বাদযুক্ত নিত্য নতুন খাবার।  


মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মাদালসা শর্মা চক্রবর্তী (Madalsa Sharma Chakraborty ) এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'অনুপমা'-তে কাব্য চরিত্রে অভিনয় করছেন। এটিই তাঁর প্রথম কাজ। কিন্তু ডেবিউ ধারাবাহিকেই একেবারে ছক্কা হাকিয়েছেন তিনি। দর্শকদের খুব মন জয় করেছেন তিনি, ইতিমধ্যে নিজের অভিনয় দক্ষতা দিয়ে। 

Advertisement

বিগ বস ১৪-র ঘর থেকে বেরিয়ে কন্যা এ বার খতরো কে খিলাড়ি ১১-র (KKK11) সেটে। দক্ষিণ আফ্রিকায় গত কয়েক সপ্তাহ ধরে পর পর পোস্টে ইন্টারনেটে চর্চার খোরাক জোগাচ্ছেন নিকি তাম্বোলি (Nikki Tamboli)।

নীনা গুপ্তার অভিনয় প্রতিভার চেয়ে ব্যক্তিগত জীবন বরাবরই চর্চায় বিষয় হয়ে থেকেছে ফিল্ম ম্যাগাজিনে। এক সময় এমন অবস্থাও হয়েছিল, যখন তাঁকে সোশাল মিডিয়ায় পোস্ট করে পরিচালক-প্রযোজকদের কাছে কাজ চাইতে হয়েছিল।

নিজের দেশ ইজরায়েলকে (Israel) সমর্থন করে পোস্ট করার পর থেকে তিনি সমালোচিত হচ্ছেন। এ বার সমালোচকদের তালিকায় যুক্ত হলেন প্রাক্তন পর্নস্টার মিয়া খলিফা (Mia Khalifa)। লাগাতার প্যালেস্তাইনের সমর্থনে সোচ্চার হওয়া মিয়া সরাসরি গ্যাল-কে তোপ দাগলেন সোশাল মিডিয়ায়। 

করোনা আক্রান্ত (Corona Virus) হয়ে চলে গেলেন বলিউ গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh's mother) মা।  সপ্তাহ দুয়েক আগে রক্তের সংকেট জীবন বিপন্ন হয়েছিল তাঁর। প্রয়োজন ছিল A নেগেটিভ গ্রুপের রক্ত।

বাংলা ধারাবাহিকে খলনায়িকাও যে এমন জনপ্রিয় হতে পারেন তা প্রথম দেখালেন ঊষসী চক্রবর্তী। শ্রীয়মী ধারাবাহিকে তাঁর জুন আন্টির চরিত্র এতটাই জনপ্রিয় যে তা নিয়ে মিমের শিকার হয়েছিলেন স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  

 

১৯৮২ সালের সুপারহিট ছবি ডিস্কো ডান্সার (Disco Dancer) আজও দর্শক মনে গেঁথে রয়েছে। ভারতে এই ধারার ছবি সেটাই ছিল প্রথম। ছবিতে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) নাচ, গল্প আর গান এই ত্রয়ী দিয়েই বাজিমাত করেছিলেন নির্মাতারা। 

Read more!
Advertisement
Advertisement