Advertisement

মনোরঞ্জন

Mouni Roy Suraj Nambiar : লাল বেনারসীতে ধরা দিলেন মৌনী, অপ্সরাও হার মানবে

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 31 Jan 2022,
  • Updated 2:20 PM IST
  • 1/10

Mouni Roy Suraj Nambiar: টিভির গর্জিয়াস ডিভা এবং সদ্য বিবাহিতা মৌনী রায় নিজের নতুন জীবনে প্রবেশ করেছেন। স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে দেখা গেল তাঁকে। 

আরও পড়ুন: R Madhavan-কে ফ্যান বললেন 'ড্যাডি', 'আঙ্কল বলেই ডাকো সোনা', জবাব তাঁর

  • 2/10

তাঁদের দু'জনকেই বেশ দেখাচ্ছিল। সদ্য বিবাহিত দম্পতির চোখেমুখে লেগে রয়েছে হাসি।

আরও পড়ুন: টাটা-বিড়লার এই ২ শেয়ার মালামাল করে দিয়েছে, ২,৭০০ শতাংশ রিটার্ন

  • 3/10

বিয়ে হয়েছে গোয়ায়। তারপর তাঁরা এখন ফিরে এসেছেন মুম্বইয়ে। তাঁদের একসঙ্গে এয়ারপোর্টে দেখা গিয়েছে। 

আরও পড়ুন:  'নিউ ইয়ারে আমি খাইয়ে দেব,' বিহারে বিষ মেশানো খাবার দিয়ে স্ত্রীকে খুন

  • 4/10

কেমন ছিল তাঁর লুক? মৌনী রায়ের পরনে ছিল লাল বেনারসী শাড়ি। সিঁথিতে সিঁদূর, কানে দুল। তাঁকে দেখতে কোনও অপ্সরার থেকে কম লাগছিল না। লাল শাড়িতে মৌনীকে দেখাচ্ছিল দারুণ। ছিল লাইট গ্লসি মেক আপ এবং তাঁর চুল খোলা ছিল।

আরও পড়ুন: বাংলায় নয়া COVID-বিধি, বার-রেস্তোরাঁ কতক্ষণ খোলা থাকবে?

  • 5/10

তাঁর স্বামী সুরজের পরনে ছিল সাদা রঙের কুর্তা এবং পায়জামা। বেশ হ্যান্ডসাম দেখাচ্ছিল তাঁকে। চোখের কালো সানগ্লাস লুককে নয়া মাত্রা দিয়েছিল।

আরও পড়ুন: রিটার্ন দিয়েছে ১১, ৬৬৪ শতাংশ, মানে ১ লক্ষ টাকা রেখে পেয়েছেন ১ কোটি ১৭ লক্ষ

  • 6/10

তাঁরা একসঙ্গে ছবি তুলতে দিয়েছেন। অনুরোধে বিভিন্ন রকম পোজও দিয়েছেন। 

  • 7/10

২৭ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। তাঁদের বিয়ে মালায়লি এবং বাঙালি- দু'রকমের রীতি মেনেই করা হয়। দিনে মালায়লি এবং রাতের বেলায় মৌনী বাঙালি বধূর বেশে সেজেছিলেন। 

 

  • 8/10

বিয়ের আগে মেহেন্দির অনুষ্ঠান হয়েছিল জমকালো ভাবে। বেশ হইচই হয়েছিল সে সময়। তিনি অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। 

  • 9/10

ঘটনা হল টিভিতে তাঁকে বেশ কয়েকবার বধূ বেশে দেখা গিয়েছে। এবার বাস্তবে। তাঁর এই লুক দেখে ফ্যানেরা মুগ্ধ হয়ে গিয়েছেন। 

আরও পড়ুন: কাঁচা বাদাম এবার ভোজপুরিতে, রাকেশ মিশ্রার ভিডিও VIRAL

  • 10/10

নিজের বিভিন্ন শুটিংয়ের ছবি হামেশাই সোশাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। আর তাতে একের পর এক লাইক পরে। কমেন্টে ভরে যায় তাঁর ছবি, ভিডিও। 

Advertisement
Advertisement