Advertisement

দেশ

Heavy Rain Delhi: আন্ডারপাসে ভাসছে গাড়ি, দিল্লি যখন ডুবল জলে, রাজধানীর অবস্থা দেখুন, রইল PHOTOS

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 28 Jun 2024,
  • Updated 4:09 PM IST
  • 1/23

আন্ডারপাসে ভাসছে সব গাড়ি, জলের তলায় দিল্লি, দেখুন

  • 2/23

বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। অতিভারী বৃষ্টির জেরে জলের তলায় রাজধানী দিল্লির একটি অংশ। 

  • 3/23

শুক্রবার ভোরে অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে দিল্লির জনজীবন। 

  • 4/23

সুপ্রিম কোর্ট চত্বর সহ দিল্লির একাধিক মেট্রো স্টেশনে জল জমেছে। 

  • 5/23

বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকালেও ভারী বৃষ্টি হচ্ছে দিল্লিতে (Delhi Rain)। 

  • 6/23

প্রায় তিন ঘণ্টায় দিল্লিতে বৃষ্টি হয়েছে ১৫০ মিলিমিটার। এতে প্লাবিত (Waterlogging) হয়েছে রাজধানীর বহু এলাকা। 

  • 7/23

নীচু এলাকাগুলিতে বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। রাস্তায় রাস্তায় বিপুল যানজট। ভারী বৃষ্টির জেরে প্রভাব পড়েছে বিমান চলাচলেও।

  • 8/23

বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে মথুরা রোড, তিন মূর্তি মার্গ, মুলচাঁদ, মিন্টো রোড, আনন্দ বিহার, মেহরৌলি, বদরপুর রোড।

  • 9/23

মান্ডাওয়ালি, ভিখাজি কামা প্লেস, মধু বিহার, প্রগতি ময়দান, মুনিরকা, ধৌলা কুঁয়া, মোতি বাগ, আইটিও এবং নয়ডার বহু রাস্তা। 

  • 10/23

অন্যদিকে, দক্ষিণ-পূর্ব দিল্লির চিত্তরঞ্জন পার্কের বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। 

  • 11/23

রাস্তা প্লাবিত হওয়ার কারণে যান চলাচলেও ব্যাপক প্রভাব পড়েছে। 

  • 12/23

আন্ডারপাসে জলে ডুবেছে গিয়েছে একাধিক গাড়ি। হাঁটা-চলা হয়ে পড়েছে মুশকিল।

  • 13/23

বহু এলাকায় রাস্তা বন্ধ থাকায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

  • 14/23

ভারী বৃষ্টির জেরে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে ছাদ ভেঙে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক জন। 

  • 15/23

এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত পরিষেবা বন্ধ রাথা হয়েছে। ভারী বৃষ্টির জেরে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছে। 

  • 16/23

শুক্রবারেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লি এবং এনসিআরে। 

  • 17/23

বৃষ্টির অপেক্ষায় মুখিয়ে থাকা রাজধানীতে বৃহস্পতি রাত থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। বেশির ভাগ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। 

 

  • 18/23

কয়েক ঘণ্টার বৃষ্টিতে কোথাও কোমরসমান জল, কোথাও হাঁটু সমান, কোথাও আবার বাড়ির মধ্যে বৃষ্টির জল ঢুকে গিয়েছে।

  • 19/23

ঘটনাস্থলের বেশ কিছু ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

 

  • 20/23

তাতে দেখা যাচ্ছে ধসে যাওয়া ছাদের নীচে বেশ কয়েকটি গাড়ি আটকে আছে। ছাদ ধসে পড়ার কারণ এখনও সরকারিভাবে জানানো হয়নি। তবে, মনে করা হচ্ছে তীব্র ঝড়-বৃষ্টিতেই এই দুর্ঘটনা ঘটেছে।

  • 21/23

ভোরের ঝড়-বৃষ্টিতে এদিন অনেকটাই কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। তবে জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক যানজট তৈরি হয়েছে।

  • 22/23

ঘটনাস্থলের ছবি-ভিডিয়োতে দেখা গিয়েছে, দক্ষিণ দিল্লির গোবিন্দপুরী এলাকা এবং নয়ডার সেক্টর ৯৫ পুরোপুরি জলের তলায়।

 

 

  • 23/23

বৃহস্পতিবারও, দিল্লির বেশ কিছু অংশে ভারী বৃষ্টি হয়েছিল। ভারতের আবহাওয়া বিভাগ আগামী সাতদিনই দিল্লিতে মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

Advertisement
Advertisement