Advertisement

দেশ

Republic Day farmer's Tractor Rally: প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে 'অশান্তি', পুলিশের সঙ্গে সংঘর্ষ

Aajtak Bangla
  • 26 Jan 2021,
  • Updated 3:52 PM IST
  • 1/12

কেন্দ্রের তিন কৃষি আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবেই দিল্লির রাজপথে ট্র্যাক্টর প্যারেড করার কথা ছিল কৃষকদের। সেই মতই সকাল থেকে শুরু হয় ট্র্যাক্টর র‍্যালি। কিন্তু বিক্ষিপ্ত ঘটনায় উত্তাল হল রাজধানীর রাজপথ।

  • 2/12

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মূল কুচকাওয়াজ শেষ হতেই কৃষক বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দিল্লি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। সোমবার রাত থেকেই বিভিন্ন অংশে জারি ছিল ট্র্যাফিল অ্যালার্ট।

  • 3/12

পুলিশের অভিযোগ, তাঁদের ঠিক করা রুটে ট্র্যাক্টর র‍্যালি করেনি কৃষকরা। এক পর্যায়ে কৃষকরা ট্র্যাক্টর নিয়ে তেড়ে আসে এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ করা হয়।

  • 4/12

এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। যার জেরে আরও অশান্ত হয় গোটা পরিস্থিতি।

  • 5/12

দিল্লি পুলিশের তরফে জানান হয় যে সশস্ত্র কৃষকদের একাংশ হামলা চালিয়েছেন বাসে, পুলিশের উপরে। 
 

  • 6/12

দিল্লি পুলিশ সাধারণতন্ত্র দিবসে ৫০০০ ট্রাকটর কুচকাওয়াজের জন্য অনুমতি দেয়। কিন্তু সারা দেশ থেকে আসা কৃষকদের চাপে সেই সংখ্যা পেরিয়ে যায় অনেকটাই। ফলে পুলিশের সঙ্গে চুক্তি ভঙ্গের বিষয়টিও উঠে আসছে।

  • 7/12

সারা ভারত কৃষক সভা জানিয়েছে, দিল্লির পাশাপাশি দেশের সর্বত্র হবে কৃষি আইনের প্রতিবাদ। ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতৃত্ব সহ বিভিন্ন কৃষক সংগঠনের হুঁশিয়ারি, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সংসদ ভবন অভিযান শুরু হবে।

  • 8/12

কেন্দ্রের এনডিএ সরকারের তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত দু মাসের বেশি সময় ধরে দিল্লি ঘিরে লক্ষ লক্ষ কৃষক প্রতিবাদে রত। কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠক হলেও সমাধানসূত্র অধরা।
 

  • 9/12

কৃষকদের দাবি পুলিশের অনুমতি নিয়েই এই মিছিল হয়েছে। কিন্তু  তাও লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে কেন মিছিল ছত্রভঙ্গের চেষ্টা করা হল?
 

  • 10/12

এদিন, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান থেকে আসা লক্ষ লক্ষ কৃষক কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির সীমান্তে ঘেরাও করে আছেন।   

  • 11/12

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, কেরল সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে প্রবল কৃষক বিক্ষোভ শুরু হয়েছে।

  • 12/12

সারা ভারত কৃষক সংঘর্ষ সমিতির যৌথ মঞ্চের কৃষক নেকাদের দাবি, আইন বাতিল না করে তারা ফিরবেন না। আন্দোলন আরও জোরদার করার বার্তা দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement