Advertisement

পর্যটন

Snowfall At Sikkim: বরফে ঢাকল সিকিমের জিরো পয়েন্ট, লাচুং-লাচেনেও তুষারপাতের সম্ভাবনা

Aajtak Bangla
  • গ্যাংটক,
  • 08 May 2024,
  • Updated 12:43 AM IST
  • 1/8

এদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়ায় অসময়ে কনকনে ঠান্ডা উপভোগ করছেন সাধারণ মানুষ। গ্রীষ্মের দাবদাহ উধাও। তখন পাহাড়েও তাপমাত্রা কমেছে।
 

  • 2/8

উত্তরবঙ্গে হিমেল হাওয়ায় অসময়ে কনকনে ঠান্ডা উপভোগ করছেন সাধারণ মানুষ। গ্রীষ্মের দাবদাহ উধাও। তখন পাহাড়েও তাপমাত্রা কমেছে। এতটা কমে গিয়েছে, যে সিকিমের জিরো পয়েন্টে তুষারপাত শুরু হয়েছে। সিকিমের জিরো পয়েন্ট ঢাকল সাদা বরফের চাদরে। 

  • 3/8

তুষারপাতর ছবি ছড়িয়ে পড়েছে সোস্য়াল মিডিয়ায়। দেখা যাচ্ছে আচমকা তুষারপাতের আনন্দ উপভোগ করছেন পর্যটকরা।

  • 4/8

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ৩০০ ফিট উঁচুতে অবস্থিত সিকিমের জিরো পয়েন্ট এমনিতেই অত্যন্ত সুন্দর ও বিখ্যাত তার প্রাকৃতিক দৃশ্যের জন্য।তার উপর তুষারপাত পেয়ে যাওয়ায় তাঁদের আনন্দ আরও বেড়ে গিয়েছে কয়েকগুণ। আনন্দে আটখানা পর্যটকরা।

  • 5/8

এমনিতেই দার্জিলিং-সিকিম এখন পর্যটকে ঠাসা। সমতলে গরম দেশের প্রায় সর্বত্রই। ফলে অনেকেই তুষারপাতের খবরে ছুটে যান সেখানে।

  • 6/8

এই মরশুমে প্রচুর তুষারপাত হয়েছে পাহাড়ে। তবে গত কিছুদিন থেকে তুষার ছিল না। এই নতুন করে তুষারপাত পড়ে পাওয়া চোদ্দ আনার মতো দুহাতে আঁকড়ে ধরেছেন তাঁরা।

  • 7/8

পর্যটকদের সেই আশা পূর্ণ হল হওয়ায় খুশি সকলেই। তুষারপাতের সাদা চাদরে ঢেকেছে উত্তর সিকিমের একাধিক এলাকা।

  • 8/8

জিরো পয়েন্টে তুষারপাতের পর পর্যটকদের লোভ আরও বেড়ে গিয়েছে তুষারপাত হতে পারে বলে। তাঁরা খোঁজ শুরু করেছেন কোথায় তুষারপাত হতে পারে। চারিদিকে শুধু সাদা আর সাদা। পরিস্থিতি যা,তাতে লাচেন ও লাচুংয়ের মতো জায়গাগুলিতেও নতুন করে তুষারপাত হতে পারে।

Advertisement
Advertisement