News Wrap 25th August 2022 : রাজ্য দেশ তথা বিশ্বজুড়ে দিনভর ঘটে চলেছে বিভিন্ন ঘটনা। রাজনীতি থেকে অর্থনীতি, বিনোদন, থেকে লাইফস্টাইল বা খেলার দুনিয়া, সর্বক্ষেত্রেই খবরের ঘনঘটা। তারমধ্যে থেকেই বাছাই করা কিছু খবর আমরা জানাবো আপনাকে। দেখে নিন আজকের সেরা খবরগুলি।
১. সিবিআই আধিকারিকরা মনে করছেন তদন্ত এড়াতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতে পারেন মানিক ভট্টাচার্য। আর সেই কারণেই তাঁর নামে জারি করা হল লুক আউট নোটিশ (Lookout Notice)। ইতিমধ্যেই মানিক ভট্টাচার্যের ছবি, পাসপোর্ট নম্বর ও তিনি যে মামলায় অভিযুক্ত তার বিস্তারিত তথ্য-সহ দেশের বিভিন্ন এয়ারপোর্টে জানানো হয়েছে।
২. SSC দুর্নীতি মামলার তদন্তে আরও একধাপ এগোল CBI। এই মামলায় প্রদীপ সিং নামে একব্যক্তিকে বুধবার গ্রেফতার করে CBI। বুধবার নিউটাউন এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার অভিযুক্ত প্রদীপ সিং-এর সল্টলেকের জিডি ব্লকে বাড়িতে তল্লাশি চালায় CBI আধিকারিকরা। প্রদীপ সিং-এর বিরুদ্ধে অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি দেওয়ার লিঙ্কম্যান হিসেবে কাজ করতো সে।
৩.ফের চাকরির নামে প্রতারণার অভিযোগ। অভিযোগের তির এক শিক্ষক দম্পতির বিরুদ্ধে। এবার ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুর। তাও অল্প-স্বল্প টাকা নয়, প্রায় কোটি টাকার প্রতারণার অভিযোগ তাদের বিরুদ্ধে। পুলিশ অভিযোগ পেয়ে স্বামী-স্ত্রী দুজনকেই গ্রেফতার করেছে।
৪. রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির নিয়োগ প্রক্রিয়ায় (Co-Operative Bank Recruitment) দুর্নীতি হয়েছিল বলে জনস্বার্থ মামলা হয় ২০২১ সালে। সেই মামলার হলফনামায় মামলাকারীরা অভিযোগ জানিয়ে বলেছেন, কো-অপারেটিভ কমিশন ছাড়া ব্যাঙ্ক নিয়োগ করতে পারবে এই মর্মে দু'বার নির্দেশিকা জারি করেছিলেন স্বয়ং সমবায়মন্ত্রী। মামলাকারীরা অভিযোগ জানিয়ে বলেছেন, কো-অপারেটিভ কমিশন ছাড়া ব্যাঙ্ক নিয়োগ করতে পারবে এই মর্মে দু'বার নির্দেশিকা জারি করেছিলেন স্বয়ং সমবায়মন্ত্রী। ৫২ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও, এখনও পর্যন্ত ১৩৪ জনকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।
৫. বিলকিস বানো মামলায় দোষীদের মুক্তির বিরুদ্ধে দায়ের করা আবেদনে কেন্দ্রীয় সরকার এবং গুজরাত রাজ্য সরকারকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। দু'সপ্তাহ পর এ বিষয়ে শুনানি হবে। ঘটনা হল, গুজরাত সরকার সাংবিধানিক অধিকারের অধীনে বিলকিস বানো মামলায় ১১ জন আসামিকে মুক্তি দিয়েছে।
৬. বিস্ফোরক দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পরিদর্শনের পরে তিনি দাবি করেন, বিজেপির আম আদমি পার্টি-র সরকার ভাঙতে ৪০ জন বিধায়কের প্রয়োজন। এর জন্য ৮০০ কোটি টাকা রেখে দিয়েছে বিজেপি।
৭. মঙ্গলবার মারা গেছেন বিজেপি নেত্রী সোনালি ফোগট। তিনি একজন টিকটক ষ্টারও। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর, এমনটাই প্রাথমিকভাবে বলা হয়েছে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে সোনালির শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করা হয়েছে। কিছু ধারালো বস্তুর আঘাত বলা হচ্ছে। আপাতত, সোনালির পরিবারের অভিযোগের ভিত্তিতে ৩০২ ধারায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
৮. আবার বাড়তে চলেছে পাউরুটির দাম। আজ, বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আটা, ময়দা এবং চিনির কারণে পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। সেক্ষেত্রে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন দাম ধার্য হবে।
৯. পাকিস্তান ফুটবল বিশ্বকাপে খেলবে অতিবড় পাক সমর্থকও স্বপ্নে দেখেন না। তবে আসন্ন কাতার বিশ্বকাপে পাকিস্তানের ভূমিকা থাকবে চলেছে। কারণ ফুটবল বিশ্বকাপে নিরাপত্তায় সাহায্য করবে পাকিস্তান আর্মি। এমনটাই চুক্তি হয়েছে কাতার ও পাকিস্তান আর্মির মধ্যে।
১০. রহস্যপ্রেমী বাঙালি দর্শকেরা আগেই এই সুখবর পেয়েছিলেন। বড় পর্দায় ফিরছে সোনা দা, আবির ও ঝিনুক। 'গুপ্তধনের সন্ধানে' এবং 'দুর্গেশগড়ের গুপ্তধন'-র ব্যাপক সাফল্যের পর, এসভিএফ (SVF) -র ব্যানারে আসছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhrubo Banerjee) ছবি 'কর্ণসুবর্ণের গুপ্তধন' (Karnasubarner Guptodhon)।
আরও পড়ুন - দ্বাদশ পাশেই চাকরি কোস্ট গার্ডে, বেতন মাসে ৫৬ হাজার টাকা