Advertisement

News Wrap : দিনভর ঘটছে প্রচুর ঘটনা, জেনে নিন এক ক্লিকে

রাজ্য দেশ তথা বিশ্বজুড়ে দিনভর ঘটে চলেছে বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনা। রাজনীতি থেকে অর্থনীতি, বিনোদন, থেকে লাইফস্টাইল বা খেলার দুনিয়া, সর্বক্ষেত্রেই খবরের ঘনঘটা। তারমধ্যে থেকেই বাছাই করা কিছু খবর আমরা জানাবো আপনাকে। দেখে নিন আজকের সেরা খবরগুলি।

News Wrap
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Aug 2022,
  • अपडेटेड 9:46 PM IST
  • সারাদিন প্রচুর ঘটনা
  • যা আপনার জানা প্রয়োজন
  • জানুন এক ক্লিকে

News Wrap 28th August 2022 : রাজ্য দেশ তথা বিশ্বজুড়ে দিনভর ঘটে চলেছে বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনা। রাজনীতি থেকে অর্থনীতি, বিনোদন, থেকে লাইফস্টাইল বা খেলার দুনিয়া, সর্বক্ষেত্রেই খবরের ঘনঘটা। তারমধ্যে থেকেই বাছাই করা কিছু খবর আমরা জানাবো আপনাকে। দেখে নিন আজকের সেরা খবরগুলি।

১. সম্প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর (Srikanta Mahata MLA) একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, "জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরতরা লুটেপুটে খাচ্ছে। এরাই যদি দলের সম্পদ হয় তবে আর এই দল করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিদের বোঝাতে চেয়েছিলাম, ওরা বুঝতে চাননি।"

২. সৌমিত্র খাঁ বলেন, "কিছু কিছু থানার ওসি বালি কেলেঙ্কারিতে যুক্ত। কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। আমি ইতিমধ্যেই মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছি। জেলা প্রশাসনের যারা বালি পাচারে বা কোনও কেলেঙ্কারিতে যুক্ত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" এরপরই সৌমিত্র খাঁ বলেন, "সবাইকে মানিক ভট্টাচার্য করে দেব। মানিকবাবুকে যেভাবে লুকিয়ে বেড়াতে হচ্ছে, দুর্নীতিতে যুক্ত সবাইকে সেভাবে পালাতে হবে।" 

৩. পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে রামকিঙ্কর রামের। শনিবার খিদিরপুরে দুর্ঘটনাটি ঘটে। এদিন তাঁর গাড়িকে পিষে দেয় সারবোঝাই এক লরি। ঘটনায় গুরুতর জখম হন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাঁকে। এই ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। লরিটি ওভারলোড ছিল বলে অভিযোগ উঠেছে। রাম পেয়ারে রাম ৭৯ ওয়ার্ডের কাউন্সিলর, কলকাতা পুরসভার মেয়র-ইন-কাউন্সিল।

৪. দুর্নীতির উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা নয়ডার টুইন টাওয়ার ভেঙে ফেলা হল। প্রায় ৮০০ কোটি টাকার এই টাওয়ার ভেঙে ফেলা হল। দুই যমজ এই টাওয়ারের একটি অ্যাপেক্স টাওয়ার ৩২তলা এবং অন্যটি সায়ান ২৯ তলা। তুরুপের তাসের মতো ভেঙে পড়ল। ৯,৬৪০টি গর্ত খনন করে ৩৭০০ কেজি গানপাউডার এই টাওয়ারগুলিতে ভরাট করা হয়েছিল, যা কয়েক সেকেন্ডের মধ্যে মাটির সঙ্গে মিশিয়ে দিল।

Advertisement

৫. রবিবার কংগ্রেসের শীর্ষ নীতি নির্ধারণী সংস্থা কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) বৈঠক করেছে। বৈঠকে কংগ্রেস সভাপতি নির্বাচন সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এদিকে কংগ্রেস সভাপতি নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে।  

৬. ২০২১ টি২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল পাকিস্তান দল। এবার তার বদলা নিতে মুখিয়ে থাকবে ভারতও। এখন দেখার এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচে কারা বাজিমাত করে।

৭. ফের হার। টানা ৬ ম্যাচ হেরে গেল ইমামি ইস্টবেঙ্গল। গোটা প্রথমার্ধ জুড়ে দারুণ খেলল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। গোল পাচ্ছিল না। দারুণ ডিফেন্স  করছিলেন ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) ডিফেন্ডাররা। তবে শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ হেরেই বসল ইমামি ইস্টবেঙ্গল। 

৮. বিগত বেশকিছুদিন ধরেই বিপাশা বসুর প্রেগন্যান্সি (Bipasha Basu Pregnant) নিয়ে আলোচনা চলছে। গত ১৬ অগাস্ট প্রেগন্যান্সি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছিলেন তিনি। সেই ছবিতে বিপাশার সঙ্গে তাঁর স্বামী করণ সিং গ্রোভারও ছিলেন।

৯. বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তাঁর সঙ্গে এবার জুড়লো কলকাতার পুজোর নামও। সম্প্রতি কাঁকুড়গাছি যুবকবৃন্দ ও ৬৯ তপসিয়া গেট ঘোষণা করেছে যে এবছর তাঁদের পুজোর মুখ হতে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

১০. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) গ্রাহকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ব্যাঙ্ক জানিয়েছে আপনার কেওয়াইসি যদি এখনও সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে অবিলম্বে এটি সম্পন্ন করুন। না হলে, আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। ব্যাঙ্ক কয়েকদিন আগে এই বিষয়ে টুইট করে গ্রাহকদের কেওয়াইসি সম্পূর্ণ করতে বলেছিল। গত কয়েক মাস ধরে পিএনবি গ্রাহকদের কেওয়াইসি আপডেট করতে বলেছে।

আরও পড়ুনসাদা ভাত খেয়েও কমবে ওজন, তবে খেতে হবে এভাবে

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement