Advertisement

News Wrap : দিনভর ঘটনার ঘনঘটা, এক ক্লিকে জেনে নিন আজকের সেরা খবরগুলি

রাজ্য দেশ তথা বিশ্বজুড়ে দিনভর ঘটে চলেছে নানান ঘটনা-দুর্ঘটনা। রাজনীতি, অর্থনীতি, বিনোদন, লাইফস্টাইল বা খেলার দুনিয়া, সর্বত্রই খবরের ঘনঘটা। তারমধ্যে থেকেই বাছেই করা কিছু খবর আমরা জানাবো আপনাকে। দেখে নিন আজকের সেরা খবরগুলি।

News Wrap
Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Jul 2022,
  • अपडेटेड 12:15 AM IST
  • সারদিন ঘটছে বহু ঘটনা
  • যা আপনাকে জানতেই হবে
  • রইল দিনের সেরা খবরগুলি

News Wrap 21th July 2022 : রাজ্য দেশ তথা বিশ্বজুড়ে দিনভর ঘটে চলেছে নানান ঘটনা-দুর্ঘটনা। রাজনীতি, অর্থনীতি, বিনোদন, লাইফস্টাইল বা খেলার দুনিয়া, সর্বত্রই খবরের ঘনঘটা। তারমধ্যে থেকেই বাছেই করা কিছু খবর আমরা জানাবো আপনাকে। দেখে নিন আজকের সেরা খবরগুলি।

১. তৃতীয় রাউন্ডের গণনা শেষেই জয়ের জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে যান দ্রৌপদী মুর্মু। তৃতীয় রাউন্ডে ভোট ছিল মোট ১,৩৩৩টি। যার মূল্য ছিল ১,৬৫,৬৬৪। এর মধ্যে মুর্মু পেয়েছেন ৮১২টি ভোট। যশবন্ত সিনহার ঝুলিতে গিয়েছে ৫২১ টি ভোট।  

২. উপরাষ্ট্রপতি ভোটে ভোটদানের বিরত থাকবে তৃণমূল কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিরোধী দলগুলির উপরাষ্ট্রপতি পদে প্রার্থী বাছাই নিয়ে একটি বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের কোনও প্রতিনিধিরা। পরে সেই বৈঠকের পরে বিরোধী দলগুলির তরফে উপরাষ্ট্রপতি পদে মার্গারেট আলভাকে মনোনীত করা হয়। 

৩. ২১শের সভায় লক্ষাধিক মানুষের সমাগমের মধ্যে বিজেপিকে একঝাঁক নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগের পাশাপাশি মহারাষ্ট্রের প্রসঙ্গ টেনেও আক্রমণ করেন তৃণমূল নেত্রী। পাশাপাশি এদিনের সভা থেকে সিপিএমের উদ্দেশ্যেও তোপ দাগেন তিনি। দেখে নিন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ে বক্তৃতার ১০ দিক

৪. জিএসটি নিয়ে মোদী সরকারকে নিশানা করতে গিয়ে কর্মী-সমর্থকদের কাছে মুড়ি চান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিড়ের মাঝেই মুড়ি নিয়ে এগিয়ে এলেন এক কর্মী। সেই মুড়ি নিয়ে মমতা বলেন, 'মুড়ির ওপরেও জিএসটি! বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না! মিষ্টিতেও জিএসটি! রোগী হাসপাতালে ভর্তি হলেও জিএসটি দিতে হচ্ছে। 

৫. মুড়িতে জিএসটি (GST) নিয়ে ২১শের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মঞ্চে একটি ট্রে-তে মুড়ি কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। মমতা বলেন,"মুড়িতে জিএসটি, চিঁড়েতে জিএসটি, চালে জিএসটি আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। রোগী বিছানায় ভর্তি হলেও জিএসটি। পেট ভরাতে জিএসটি।"এর প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা গোটা বিষয়টিকে 'মুখ্যমন্ত্রীর নাটক' বলে কটাক্ষ করেন তিনি। 

Advertisement

৬. বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের কৌঁসুলি বলেছেন যে, সময় শেষ হওয়া সত্ত্বেও পদাধিকারীরা তাদের পদে রয়েছেন। বিসিসিআই, তাদের প্রস্তাবিত সংশোধনীতে, বিসিসিআই পদাধিকারীদের জন্য কুলিং অফ পিরিয়ড বন্ধ করতে চেয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ এবং সেক্রেটারি শাহকে নিজ নিজ রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনে ছয় বছর পূর্ণ করে ফেলেছেন। আর তাই এই কুলিং অফ পিরিয়ড বন্ধ করার চেষ্টা করছে বিসিসিআই। 

৭. এ বছর শেষ হতে এখনো ৫ মাস বাকি। এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়া যদি অষ্টম অধিনায়ক পায়, তবে শ্রীলঙ্কা দলের বিশ্ব রেকর্ড ভেঙে যাবে। ক্রিকেট ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ৭ জন অধিনায়ক ব্যবহার করার রেকর্ডটি শ্রীলঙ্কার দখলে, যেটি হয়েছিল ২০১৭ সালে। এর আগে জিম্বাবোয়ে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দল এখনও পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে ৬ জন অধিনায়ককে ব্যবহার করেছে।

৮.  'মিঠাই'-র গল্পে কিছুদিন আগেই এসেছে নতুন মোড়। ধারাবাহিকে পরপর আগমন হয়েছে একাধিক নতুন চরিত্রের। এরই মধ্যে এক দুঃসংবাদ! শেষ হতে চলেছে এই ধারাবাহিক।  

৯. 'শমশেরা'র (Shamshera) ট্রেলারে সঞ্জয় দত্তের (Sanjay Dutt) এক ঝলক দেখার পরই মুখ খুলে গেল ভক্তদের। ছবিটি থেকে সঞ্জয়ের লুক ভক্তদের মধ্যে খুব ভাইরাল হচ্ছে। 'শমশেরা'-তে ভিলেনের ভূমিকায় অভিনয় করা সঞ্জয় দত্ত মানুষের মধ্যে একটি গভীর ভাবমূর্তি তৈরি করেছেন, ভক্তদের মধ্যে তাকে রুপালি পর্দায় শুদ্ধ সিং-এর চরিত্রে দেখার জন্য প্রবল উন্মাদনা রয়েছে।

১০. নতুন অল্টোকে দেওয়া হচ্ছে ঝাঁ চকচকে লুক। হেডল্যাম্পগুলি উপরের দিকে থেকে ঢালু এবং ফগ লাইটগুলিও আকর্ষণীয়। নতুন অল্টো বর্তমান মডেলের তুলনায় কিছুটা লম্বা হতে পারে। অন্যদিকে দরজাগুলিও কিছুটা বড়। তবে সব ভেরিয়েন্টেই টায়ারের আকার একই থাকবে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুনডায়াবেটিসে মহৌষধ আমলকী, কিন্তু খেতে হবে এভাবে

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement