Ramadan 2022: রমজান মাসকে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। সারা বিশ্বের মুসলিমরা সারা বছর রমজানের অপেক্ষায় থাকেন। রমজান মাস চাঁদ দেখার ওপর নির্ভর করে। কখনও রমজান ২৯ দিনের, আবার কখনও বা ৩০ দিনের হয়।
সৌদি আরব ও পশ্চিমের কিছু দেশে রমজানের চাঁদ প্রথম দেখা যায়। এরপর ভারতসহ অন্যান্য দেশে দেখা যায়। আজ, রবিবার (৩ এপ্রিল) ভারতে প্রথম উপবাস এবং তা হবে প্রায় ১৫ ঘণ্টা। চলুন এই পর্বে জেনে নেওয়া যাক দেশের বড় বড় শহরগুলোতে এবার সেহরি ও ইফতারের সময় কেমন হবে।
রমজানের মূল উদ্দেশ্য কী (Main Purpose Of Ramadan)
রমজান মাসের মূল লক্ষ্য হল আধ্যাত্মিকভাবে বেড়ে ওঠা এবং আল্লা ও তাঁর প্রিয়জনদের কাছাকাছি হওয়া। এই পুরো মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষজন রোজা রাখে এবং খারাপ অভ্যাস থেকে দূরে থাকে। রমজানকে ঐক্য ও আধ্যাত্মিকতার সময় বলে মনে করা হয়। এ সময় মানুষ আল্লাহর প্রার্থনা করেন।
কেন মুসলমানরা রমজানে রোজা রাখেন (Why do Muslims Fast During Ramadan)
রমজান মাসে রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। রোজা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। এ সময় মুসলমানরা আল্লার কাছে নিজেদের উৎসর্গ করেন। মুসলিম সম্প্রদায়ে প্রত্যেকের জন্য রোজা রাখা একপ্রকার বাধ্যতামূলক।
তবে অসুস্থ, গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা, পিরিয়ডের সময় মহিলাদের রোজা রাখার অনুমতি নেই। এছাড়াও আপনি ভ্রমণ করলেও আপনার প্রতিদিন রোজা না রাখার স্বাধীনতা রয়েছে। রমজান মাসে সূর্য ওঠার আগে খাবার খাওয়া হয়, যাকে সাহরী বলা হয়। তারপর সন্ধেয় সূর্যাস্তের পর রোজা ভেঙে যায়, একে ইফতার বলে।
আরও পড়ুন: গোসাবায় বাঘের হানা, মেরেছে গরু-ছাগল, আতঙ্কে কাঁপছেন স্থানীয়রা
আরও পড়ুন: করোনাকে বাইপাস করতে ভোটপ্রচারে সিপিআইএমের ভরসা ই-পথসভা
রমজানের রোজা রাখার নিয়ম (Ramadan Fasting Rules)
রমজানের প্রথম দিনে শহরগুলিতে সেহরি এবং ইফতারের সময় কী হবে (প্রধান শহর সেহরি এবং ইফতারের সময়)
হায়দ্রাবাদ- সকাল 04:58 (সেহরি), 06.45 সন্ধে (ইফতার)
দিল্লি- সকাল ০৪:৪৮ মিনিটে (সেহরি), সন্ধে ০৬.৪৩ মিনিটে (ইফতার)
পাটনা- সকাল ০৪.২১ টায় (সেহরি), সন্ধে ০৬.০৮.০০ (ইফতার)
লখনউ- সকাল 04:36 এ (সেহরি), সন্ধে 06.26 এ (ইফতার)
মুম্বাই- সকাল 05.18 টায় (সেহরি), 06.53 সন্ধে (ইফতার)
কলকাতা- সকাল 04:13 (সেহরি), 05:52 সন্ধে (ইফতার)
কানপুর- সকাল 04:41 (সেহরি), 06:26 সন্ধে (ইফতার)
আরও পড়ুন: খেয়েদেয়ে হাতে বিশ্ববিদ্য়ালয়ের ডিগ্রি? ফ্রান্সে সে সুযোগ রয়েছে
আরও পড়ুন: পঞ্জাবের প্রিয় 'সর্ষো দা শাগ' পুষ্টিগুণে ভরপুর, ভাল রাখে চুল-ত্বক