Advertisement

অর্থনীতি

Multibagger Penny Stock JITF Infralogistics : মালামাল করে দেওয়া পেনি স্টক, এক বছরে ১ লক্ষ টাকা হয়েছে ৩০ গুণ!

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 24 Nov 2021,
  • Updated 7:54 AM IST
  • 1/10

Multibagger Penny Stock JITF Infralogistics: বেশিরভাগ পেনি স্টক বিনিয়োগকারীদের ঝটকা দেয়। এমনই দেখা যায় হামেশা। তাই বাজার বিশেষজ্ঞরা পরামর্শ দেন, পেনি স্টক (Penny Stock)-এ লগ্নি না করাই ভাল সিদ্ধান্ত হবে।

  • 2/10

তবে এর উল্টোটাও হয়। কয়েকটি পেনি স্টক (Penny Stock) গত এক বছরে বাম্পার রিটার্ন দিয়েছে। যা মাল্টিবাগার স্টক (Multibagger Stock) হিসেবে পরিচিত হয়েছে।

  • 3/10

এমনই একটি উদাহরণ আমরা দেখে নেব। আর সেটা হল জেআইটিএফ ইনফ্রালজিস্টিক (JITF Infralogistics)। এর শেয়ার গত এক বছরে প্রচুর রিটার্ন দিয়েছে।

  • 4/10

কত হয়েছে? গত এক বছরে এই স্টক ৬.০৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮০ টাকা।

  • 5/10

দেখা যাচ্ছে, গত এক বছরে এই স্টক ৩৩৭ টাকা পর্যন্ত উঠেছিল। তবে ২৩ নভেম্বর এই স্টক ১৮০ টাকায় বন্ধ হয়েছে।

  • 6/10

গত বছরে জেআইটিএফ ইনফ্রালজিস্টিক (JITF Infralogistics)-এর স্টক প্রায় ৩ হাজার শতাংশ রিটার্ন দিয়ছে। তবে এই স্টকে ২০২১ সালে এখনও পর্যন্ত ১৩৭০ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। 

  • 7/10

আবার গত ৬ মাসে এই মাল্টিবাগার পেনি স্টক (Multibagger Penny Stock) মানে জেআইটিএফ ইনফ্রালজিস্টিক (JITF Infralogistics) ১১.৮৫ টাকা থেকে বেড়ে ১৮০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। মানে শেষ ৬ মাসে এটি বেড়েছে প্রায় ১৫০০ শতাংশ। এই বৃদ্ধি অনেককে চমকে দিয়েছে, কোনও সন্দেহ নেই।

  • 8/10

আপাতত শেযার ঘাটতির মুখে পড়েছে বলা যেতে পারে। জেআইটিএফ ইনফ্রালজিস্টিক (JITF Infralogistics) নিজের সর্বোচ্চ স্তরে থেকে ৪৫ শতাংশ নীচে নেমে গিয়েছে। এটি গত এক মাসে ২৬১.৫০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৮০ টাকায়।

  • 9/10

এবার যদি রিটার্নের কথা বলি, তা হলে এই মাল্টিবাগার পেনি স্টক (Multibagger Penny Stock) ২০২১ সালের প্রথম দিকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকলে তা এখন ১৪ লক্ষ টাকায় দাঁড়িয়েছে।

  • 10/10

আবার ঠিক এইভাবে কোনও বিনিয়োগকারী এখানে এক বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে এখন তাঁর ঘরে ঢুকেছে ৩০ লক্ষ টাকার বেশি। বিনিয়োগ বিশেষজ্ঞরা বার বার পরামর্শ দেন, বুঝেশুনে লগ্নি করতে।

Advertisement
Advertisement