Advertisement

অর্থনীতি

Ajker Petrol, Diesel Dam: পেট্রোল, ডিজেলের নতুন দাম প্রকাশ করেছে IOCL! আজ কলকাতায় তেলের দাম কত?

Aajtak Bangla
  • 26 May 2022,
  • Updated 9:48 AM IST
  • 1/10

কেন্দ্রীয় সরকার সম্প্রতি পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক কমিয়ে জনগণকে স্বস্তি দিয়েছে। আবগারি শুল্ক কমানোয় পেট্রোল লিটারে ৮ টাকা এবং ডিজেলের প্রতি লিটারে ৬ টাকা দাম কমেছে।

  • 2/10

গত দুই মাস আগে তেলের দাম যতটা বেড়েছিল প্রায় একই পরিমাণ টাকা এবার কমানো হয়েছে। এছাড়াও, শুধু কেন্দ্রীয় সরকারই নয়, এতে রাজ্য সরকারের অংশও কমানো হয়েছে। কেরালা, রাজস্থান ও মহারাষ্ট্র সরকার ভ্যাট কমিয়েছে।

  • 3/10

বৃহস্পতিবার IOCL পেট্রোল, ডিজেলের নতুন দর জারি করেছে। আজও পেট্রোল, ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। দেশের বাজারে আজও পেট্রোল, ডিজেলের দর স্থিতিশীল রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol, Dieseler dam)…

  • 4/10

দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটার প্রতি ৯৭ টাকা ৭২ পয়সা আর ডিজেল প্রতি লিটার ৮৯ টাকা ৬২ পয়সা।

  • 5/10

মুম্বইয়ে বৃহস্পতিবার প্রতি লিটারে পেট্রোলের দাম ১১১ টাকা ৩৫ পয়সা আর ডিজেলের দাম ৯৭ টাকা ২৮ পয়সা।

  • 6/10

কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৬ টাকা ০৩ পয়সা আর ডিজেল প্রতি লিটারে ৯২ টাকা ৭৬ পয়সা।

  • 7/10

বৃহস্পতিবার চেন্নাইতে পেট্রোলের দাম ১০২ টাকা ৬৩ পয়সা আর ডিজেলের দাম ৯৪ টাকা ২৪ পয়সা।

  • 8/10

এই চার মহানগর ছাড়াও দেরাদুনে আজ পেট্রোল প্রতি লিটারে ৯৫ টাকা ২২ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৯০ টাকা ২৬ পয়সা। 

  • 9/10

চণ্ডীগড়ে বৃহস্পতিবার পেট্রোল প্রতি লিটারে ৯৬ টাকা ২০ পয়সা আর ডিজেলের দাম প্রতি লিটারে ৮৪ টাকা ২৬ পয়সা।

  • 10/10

ভুবনেশ্বরে আজ এক লিটার পেট্রোলের দাম ১০৩ টাকা ৬০ পয়সা আর ডিজেলের দাম ৯৫ টাকা ১৫ পয়সা প্রতি লিটার।

Advertisement
Advertisement