Advertisement

অর্থনীতি

World’s Loneliest Home: একা থাকতে চান? কিনে ফেলুন নীল জলরাশির মাঝে 'নিঃসঙ্গ' বাড়ি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2022,
  • Updated 3:51 PM IST
  • 1/7

একা থাকতে পছন্দ করেন? শহরের কোলাহল থেকে দূরে থাকতে চান? তবে আপনার জন্য আদর্শ বাড়ি হতে পারে এটি। নির্জন দ্বীপে এই বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এখনও কোনও ক্রেতা মেলেনি। দাম অবশ্য অনেকটাই বেশি। প্রায় আড়াই কোটি টাকা। কিন্তু নির্জন দ্বীপের কোলাহলহীন প্রকৃতির মাসে এমন বাসার কাছে এই অর্থ মূল্যহীন। (Photo: Zillow) 

  • 2/7

রিয়েল এস্টেট ওয়েবসাইট জিলো-র ফেসবুক পেজে এই বাড়ির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। Zillow-র ওয়েবসাইটে গিয়ে বাড়ির ভার্চুয়াল সফরও উপভোগ করতে পারেন। এটি ডাক লেজেস দ্বীপে অবস্থিত। যা অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক এবং মেইন কোস্টের কাছে কানাডার সীমান্তের মধ্যে অবস্থিত। সম্পূর্ণ ঠিকানা- '0 Wohoa Bay Dr, Addison, ME 04606'। আর এটি বিক্রি করছে Billy Millikin of Bold Coast Properties। (Photo: Zillow) 

  • 3/7

নির্জন দ্বীপের আয়তন ১.৫ একর। বাড়িটি ৫৪০ বর্গফুটের। এই বাড়িতে একটি মাত্র বেডরুম আছে। শৌচালয় নেই। শৌচালয় বাড়ি থেকে সামান্য দূরে। এই বাড়িটি ২০০৯ সালে তৈরি করা হয়েছিল। দ্বীপটি চারদিক থেকে জলে ঘেরা।(Photo: Zillow) 

  • 4/7

এটিকে নির্জন, জনবিচ্ছিন্ন ঘর বলা যেতে পারে। কারণ দূরদূরান্ত পর্যন্ত কোনও বাড়ি-ঘর নেই। খালি নীল জলরাশি। দাম ৩,৩৯,০০০ ডলার বা আড়াই কোটি টাকা। মাসে মাসে ১৯১৯ টাকায় কিনতে পারেন। ১৪৫৮ ডলার আসল। সুদ ৩৪২ ডলার। ১১৯ ডলার গৃহবিমা।(Photo: Zillow) 

  • 5/7

বাড়িটি ডান লেজেস দ্বীপের ঠিক মাঝখানে অবস্থিত। চারিদিকে শুধু শান্তি। বিনোদনের জন্য রয়েছে নীল জলরাশি আর প্রচুর সিল। (Photo: Zillow) 

  • 6/7

বাড়িটি কাঠের তৈরি। ঘরে ঠান্ডা ও গরম করার কোনও ব্যবস্থা নেই। বাড়িটি উভয় দিকের বালির সৈকত থেকে অল্প হাঁটার দূরত্ব। পাল তোলা নৌকো বা মোটর বোটে যাতায়াত করতে হবে বসবাসকারীকে। (Photo: Zillow) 

  • 7/7

সপ্তাহান্তে কাটানোর জন্য সারা দুনিয়ায় ডাক লেজেস দ্বীপের চেয়ে ভালো জায়গা আর নেই। জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই নির্জনে কেটে যাবে দিন। (Photo: Zillow) 

Advertisement
Advertisement