Advertisement

শিক্ষা-দীক্ষা

Railway Recruitment 2022 : মাধ্যমিক পাশেই রেলে ২৫০০-র বেশি চাকরি, রইল যাবতীয় খুঁটিনাটি

Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Nov 2022,
  • Updated 11:58 PM IST
  • 1/7

রেলে চাকরির (Jobs In Indian Railways 2022) চেষ্টা করছেন যাঁরা, তাঁদের জন্য বিশাল সুখবর। পশ্চিম মধ্য রেলের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্রেন্টিস। 

  • 2/7

গত ১৮ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া, যা চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা wcr.indianrailways.gov.in-এ দিয়ে আবেদন করতে পারেন। 

  • 3/7

Railways Jobs 2022 : শূন্যপদের বিবরণ
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ২,৫২১টি পদে হবে নিয়োগ। ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ডিজেল মেকানিক, ওয়্যারম্যান সহ বিভিন্ন পদে এই নিয়োগ করা হবে। আরও তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন। 

  • 4/7

Railways Jobs 2022 : প্রয়োজনীয় যোগ্যতা
এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে দশম শ্রেণি পাশ হতে হবে। পাশাপাশি থাকতে হবে NCVT সার্টিফিকেট বা ITI ডিগ্রি। বিস্তারিত তথ্যর জন্য বিজ্ঞপ্তিটি খুঁটিয়ে পড়ুন।
 

  • 5/7

Railways Jobs 2022 : প্রার্থীদের বয়সসীমা
রেলের এই পদগুলিতে আবেদনের জন্য বয়সসীমা হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। 

আরও পড়ুন - সিলিং থেকে ঝুলছে ৪টি দেহ, ২টি মাটিতে, রাজস্থানে একই পরিবারের ৬ জনের মৃত্যু

  • 6/7

Railways Jobs 2022 : আবেদন শুল্ক
এই পদগুলিতে আবেদনের জন্য সাধারণ, ওবিসি এবং ইডব্লুএস ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে। তবে মহিলা ও অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের কোনও আবেদন শুল্ক দিতে হবে না।  

  • 7/7

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

Advertisement
Advertisement