Advertisement

NMDC Recruitment 2022 : মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশনে মোটা মাইনের একগুচ্ছ চাকরি, রইল যোগ্যতা সহ বিস্তারিত

NMDC Recruitment 2022: ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন (National Mineral Development Corporation) বা এনএমডিসি (NMDC)-ত একগুচ্ছ চাকরি। সেখানে ফিল্ড অ্যাটেনডেন্ট এবং অন্যান্য আরও বেশ কিছু পদের জন্য নিয়োগ করা হবে।

ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশনে নিয়োগ (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 15 Feb 2022,
  • अपडेटेड 11:41 AM IST
  • ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন বা এনএমডিসি (NMDC)-ত একগুচ্ছ চাকরি
  • সেখানে ফিল্ড অ্যাটেনডেন্ট এবং অন্যান্য আরও বেশ কিছু পদের জন্য নিয়োগ করা হবে
  • সেখানে আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে

NMDC Recruitment 2022: ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন (National Mineral Development Corporation) বা এনএমডিসি (NMDC)-ত একগুচ্ছ চাকরি। সেখানে ফিল্ড অ্যাটেনডেন্ট এবং অন্যান্য আরও বেশ কিছু পদের জন্য নিয়োগ করা হবে। এ ব্য়াপারে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে।

আরও পড়ুন: হাঁটুর ব্যথায় কাবু? শুকনো আদা ট্রাই করুন, কমাবে ওজনও 

আরও পড়ুন: হোম লোন থাকলে কাজে লাগান এই ৫ টিপস, কমতে পারে EMI-এর বোঝা

আগ্রহী প্রার্থীরা ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন (National Mineral Development Corporation) বা এনএমডিসি (NMDC)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। সেটা হল nmdc.co.in। এই পদগুলোর জন্য আবেদনের শেষ তারিখ ২ মার্চ। সংস্থায় মোট ২০০টি পদ পূরণ করা হবে।

আরও পড়ুন: মেয়েদের স্বাস্থ্যের জন্য খুব ভাল তিলের চাটনি, চট করে বানান বাড়িতেই

দেখে নেওয়া যাক কোন পদে কতজনকে নিয়োগ করা হবে-

  • ফিল্ড অ্যাটেনডেন্ট: ৪৩টি পদ
  • রক্ষণাবেক্ষণ সহকারী (মেক): ৯০টি পদ
  • রক্ষণাবেক্ষণ সহকারী (নির্বাচিত): ৩৫টি পদ
  • এমসিও গ্রেড-৩ (ট্রেনি বা শিক্ষার্থী): ৪টি পদ
  • এইচইএম মেকানিক গ্রেড-৩: ১০টি পদ
  • ইলেকট্রিশিয়ান গ্রেড-৩: ৭টি পদ
  • ব্লাস্টার গ্রেড-২ (শিক্ষার্থী): ২টি পদ
  • কিউসিএ গ্রেড-৩ (শিক্ষার্থী): ৯টি পদ

শিক্ষার যোগ্যতা, বয়স
বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকমের শিক্ষার যোগ্যতা দরকার। সে ব্য়াপারে সরকারি মোটিফিকেশনে বিস্তারিত বলা রয়েছে। আবেদনের আগে তা দেখে নেওয়া দরকার। আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। সর্বোচ্চ বয়স ৩০ বছর। 

কীভাবে আবেদন-
প্রথম ধাপ: সবার আগে NDMC-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন

দ্বিতীয় ধাপ: হোমপেজে দরকারি লিঙ্কে ক্লিক করুন

তৃতীয় ধাপ: অ্য়াপ্লিকেশন ফর্ম পূরণ করুন

Advertisement

চতুর্থ ধাপ: প্রয়োজনীয় নথি বা ডকুমেন্ট আপলোড করুন

পঞ্চম ধাপ: আবেদনের ফি দিন

ষষ্ঠ ধাপ: "সাবমিট" বটন ক্লিক করুন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য একটি প্রিন্টআউট রেখে দিন

আবেদন ফি
এখানে আবেদনের জন্য প্রার্থীকে ১৫০ টাকা (একশো পঞ্চাশ টাকা) অ্যাপ্লিকেশন ফি হিসেবে দিতে হবে। যা ফেরতযোগ্য নয়।

সরকারি নোটিফিকেশন দেখার জন্য এখানে ক্লিক করুন।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement