রবিবার তৃণমূলের জনগর্জন সভার অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে ছিল ব়্যাম্প। মঞ্চে এসেই প্রথমে সেখানে হেঁটে জনসংযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ব়্যাম্পের সামনের অংশে গিয়ে তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মাথা নত করে প্রণাম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ব্রিগেডের সভায় রবিবার সকাল থেকেই তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়ে।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলার কর্মী-সমর্থকরা ব্রিগেডের সভায় অংশ নিতে পৌঁছে যান।
অভিষেকের বক্তব্য শেষে মঞ্চে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও প্রথমেই ব়্যাম্পে হেঁটে তৃণমূল কর্মীদের অভিবাদন জানান।
এদিন রাজ্য তথা বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনেকে অভিনব সাজেও ব্রিগেডে হাজির হন।
পতাকা, পোস্টার সহ একদল তৃণমূল সমর্থকদের উন্মাদনা।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর একে একে ৪২ জন লোকসভা প্রার্থীর নাম ঘোষণা করেন অভিষেক।
অভিনব কায়দায়, প্রার্থীদের সঙ্গে ব়্যাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্রিগেডে জনগর্জন সভায় তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড়।