বাংলায় ৮ দফা ভোট হবে। মঙ্গলবার তৃতীয় দফার ভোট চলছে।
তামিলনাড়ু এবং কেরলেও হচ্ছে ভোট। তামিলনাড়ুতে রয়েছে ২৩৪ আসন আর কেরলে ১৪০।
তৃতীয় দফায় ভোটে বাংলার ৩১টি আসনে ভোট নেওয়া হচ্ছে। বিক্ষিপ্ত গোলমালের খবর পাওয়া গিয়েছে।
কঠোর ভাবে মেনে চলা হচ্ছে করোনা বিধি।
ভোট যাতে নির্বিঘ্নে মেটে তাই রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এমনই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
অসমে আজ শেষ দফার ভোট নেওয়া হচ্ছে। সেখানে তিন দফায় ভোট।
সকাল থেকেই বুথের বাইরে মানুষের লাইন। ভোট দিতে উৎসাহ দেখা গিয়েছে মানুষের মধ্যে।
সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত বাংলায় ভোট পড়ল ১৪.৬২ শতাংশ।
ভোটের লাইনে প্রচুর মহিলা ভোটারকে দেখা গিয়েছে।
তামিলনাড়ুতে ভোট দিয়েছেন সুপারস্টার রজনীকান্ত। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা শিবকুমার, কার্তি এবং সূর্য। ভোট দিলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। চিত্তল আচি মেমোরিয়াল হাইস্কুলে ভোট দিলেন তিনি।
পুদুচেরিতে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী।
কেরলে ভোট দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই রাজ্য এবং কেন্দ্রশাসিক অঞ্চলের ভোটের ফল প্রকাশিত হবে ২ মে।