করোনা কালে আর বড় জনসভা নয়। চলবে ছোট ছোট জনসভায় প্রচার। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। আর সেই বিধি মেনেই ভোটপ্রচারে দেখা মিলল অভিনেতা যশ দাশগুপ্তের।
এবার বিজেপির হয়ে চণ্ডীতলা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যশ। নিজের ভোটপর্ব শেষ হয়ে গিয়েছে। এবার তাই মুর্শিদাবেদের সাগরদিঘী বিজেপির প্রার্থী মাফুজা খাতুনের হয়ে প্রচারের ময়দানে নামলেন যশ।
সপ্তম দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদের ১১টি কেন্দ্রে। যার মধ্যে রয়েছে সাগরদীঘিও।
লোকসভা ভোটের আগে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা, সিপিএমের প্রাক্তন বিধায়ক মাফুজা যোগ দিয়েছিলেন বিজেপিতে।
গত লোকসভা ভোটে গেরুয়া শিবিরের হয়ে প্রার্থী হয়েছিলেন জঙ্গিপুর কেন্দ্র থেকে। নির্বাচনে হারলেও মাফুজা শুধু ৩ লক্ষ ১৭ হাজার ভোট পেয়েছিলেন তাই নয়, বিদায়ী সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়কে পিছনে ফেলে উঠে এসেছিলেন দ্বিতীয় স্থানে।
সাগরদীঘিতে প্রার্থী হিসাবে দলের এই সংখ্যালঘু মুখের উপরেই ভরসা রাখছে গেরুয়া শিবির।
এদিন মাফুজার হয়ে প্রচারের সময় মাস্ক পরেছিলেন যশ।
রুপোলি পর্দার নায়ককে সামনে পেয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না সাগরদীঘির মানুষ।
ভোটের প্রচারে যশকে ঘিরে এমন উন্মাদনা আগেও হয়েছে। যেখানেই গিয়েছেন, সেখানেই তাঁকে ঘিরে ধরেছেন অনুরাগীরা। বুধবারও একই ছবি দেখা গেল সাগরদীঘিতে।
প্রতি বারের মতো এ বারও নায়ককে দেখতে এলাকার মানুষজনের ভিড় জমে যায়। হুড়োহুড়ি পড়ে যায় যশের সঙ্গে নিজস্বী তুলতেও।