একুশের বিধানসভা ভোটের দিনক্ষণ শুক্রবার ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। । তার অব্যবহিত আগে মহাযজ্ঞের আয়োজন হল কালীঘাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া তৃণমূলের কার্যালয়ে আয়োজন করা হয়েছিল পুজোর।
সকাল থেকে সেই যজ্ঞে দেখা যায় যুব তৃণমূলের সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ছিলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ও।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিরাট যজ্ঞ ও পুজোর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
পুজোর আয়োজনে হাত লাগাতে দেখা যায় খোদ তৃণমূলনেত্রীকেও। পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত জগন্নাথ দয়িতাপতি যজ্ঞ সম্পাদন করেন।
ভোটের দিনক্ষণ ঘোষণার জন্যই ওই যজ্ঞ বলে বিরোধী শিবির কটাক্ষ করতে শুরু করে। এদিকে ভোটের দিন ঘোষণা হতেই কালীঘাটের বাড়িতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই রাজ্যে ৮ দফায় ভোট কেন তা নিয়ে প্রশ্ন তোলেন নেত্রী। কাকে সুবিধা করে দেওয়ার জন্য? নির্বাচন কমিশনকে প্রশ্ন করেন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তাঁর দাবি, বিজেপির অনুরোধে এটা করা হয়েছে।