২০১৯ সালে লোকসভা ভোটের পর দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন টলিউডের পরিচিতি মুখ পার্নো মিত্র।
তারপর সেভাবে তাঁকে বিজেপির কর্মসূচিতে পাওয়া না গেলেও দল ভরসা রেখেছে অভিনেত্রীর উপর।
বরানগরের মত হাই প্রফাইল কেন্দ্রে পার্নোকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি।
গত সপ্তাহ থেকে প্রচারের ময়দানে নেমেছেন পার্নো।
এর মাঝেই সোমবার নিজের মনোনয়ন পেশ করলেন বিজেপির তারকা প্রার্থী।
এদিন ব্যারাকপুরের সাব-ডিভিশনাল অফিসে গিয়ে নিজের মনোনয়ন পত্র জমা দেন পার্নো।
এদিকে বরানগর তৃণমূল প্রার্থী করেছে মন্ত্রী তাপস রায়কে। পলে পার্নোর লড়াই যথেষ্ট কঠিন। ইতিমধ্যে এলাকা ঘুরে ঘুরে প্রচার করছেন তাপসবাবু। সেই তুলনায় পার্নোকে প্রচারের কাছে তেমন ভাবে পাওয়া যাচ্ছে না বলেই দলের অন্দরে ক্ষোভ জমা হচ্ছে।
তৃণমূল-বিজেপি সবদলের তারকা প্রার্থীরাই চুটিয়ে ভোট প্রচার করছেন। সেই তুলনায় পার্নো কিছুটা পিছিয়ে বলেই শোনা যাচ্ছে।
তবে বিপরীতে তাপস রায়ের মত হেভিওয়েট প্রার্থী থাকলেও পার্নো জানিয়েছেন তিনি মানুষকে ভালোবাসা দিতেই ভোটের ময়দানে এসেছেন।