বিজেপির নির্বাচনী কার্যালয়ে ব্যানার ফেস্টুন ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল বিধানসভায় আলাল অঞ্চলে। দলীয় পতাকা, প্রধানমন্ত্রী ও প্রার্থীর ছবি দেওয়া ফেস্টুন ছেঁড়ার অভিযোগ।
অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। অভিযোগ অস্বীকার করে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল নেতা ফারুক হোসেন। তার দাবি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।
বিজেপির অভিযোগ রাত্রিবেলা নির্বাচনী কার্যালয়ে দলীয় কর্মসূচি সেরে রাত্রেবেলা সকলে বাড়ি ফিরে যান। সকাল বেলায় এসে দেখেন দলীয় নির্বাচনী কার্যালয় দলীয় পতাকা ছিঁড়ে পড়ে রয়েছে এবং প্রধানমন্ত্রী এবং প্রার্থীর ছবি দেওয়া ফেস্টুন ছিড়ে ফেলা হয়েছে।
তাদের দাবি গতকাল রাতে কিছুটা দূরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রাতভর বহিরাগতদের নিয়ে বসেছিল। তারা নিশ্চিত রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস কর্মীরাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এছাড়াও বিজেপি কর্মীদের দাবি তৃণমূল এলাকায় ভয়-ভীতি প্রদর্শন করছে তৃণমূল।
গোটা ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা সেটা স্পষ্ট নয়।