Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

হাতির ভয়! বুথমুখী ভোটারদের পাহারায় বনকর্মীরা

শাজাহান আলী
  • 27 Mar 2021,
  • Updated 2:43 PM IST
  • 1/6

হাতি উপদ্রুত এলাকায় ভোট, সকাল থেকেই ভোট কর্মীদের সুরক্ষা দিতে জঙ্গলের ভেতরে পাহারা বনরক্ষীদের। এদিন যাতে ভোটারদের কোনও সমস্যা না হয় সেই দিকেও নজর রাখলেন বনকর্মীরা।
 

  • 2/6

পশ্চিম মেদিনীপুরের প্রথম পর্বের ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মেদিনীপুর সদর ব্লকের অনেকটা অংশ জঙ্গলের মধ্যে পড়ে। ধেরুয়া ও চাঁদড়া অঞ্চল এলাকার গ্রামগুলির বাসিন্দাদের জঙ্গলের ভেতর কার রাস্তা পার হয়ে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পর্যন্ত যেতে হচ্ছে। 

  • 3/6

এই সমস্ত ভোটারদের হাতির আক্রমণ থেকে রক্ষা করতে শনিবার সকাল থেকেই সতর্ক পাহারা দিলেন বনরক্ষী কর্মীরা।

  • 4/6

মেদিনীপুর সদর ব্লকের ভাদুলিয়া সংলগ্ন এলাকায় সকাল থেকেই জঙ্গলের রাস্তায় প্রস্তুত হয়ে ভোটারদের সহযোগিতা করেছে বনকর্মীরা। জঙ্গলের রাস্তা দিয়ে আগত ভোটারদের সঙ্গে করে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিয়েছে তারাই।

  • 5/6

 একইসঙ্গে রাস্তার আশেপাশে কোন হাতি এলে সেগুলিকে তাড়ানোর ব্যবস্থা করেছে।বনকর্মীরা জানাচ্ছেন জঙ্গলের ভেতরে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে বনকর্মীরা বনদপ্তর এর নির্দেশে সকাল থেকেই প্রস্তুত ছিল।

  • 6/6

বনকর্মী লাল্টু সিং বলেন- হাতি প্রতিমুহূর্তে কোথাও বিচরণ করছে নাকি তা জানাতে হচ্ছে আধিকারিকদের। এই এলাকার ভোটারদের নিরাপত্তাতেই এই আয়োজন।
 

Advertisement
Advertisement