Advertisement

নির্বাচন

অভিষেকের মেয়েকে নিয়ে জয়ের ঘোষণা, আজানিয়া'কে প্রকাশ্যে আনলেন মমতা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2021,
  • Updated 10:36 AM IST
  • 1/8

রাজ্যে অভীতপূর্ব সাফল্য পেল ফের একবার তৃণমূল কংগ্রেস। মমতা বন্যোপাধ্যায় বলেছিলেন দল ২০০ বেশি আসন পাবে। সেই ভবিষ্যতবাণী সফল হল।

  • 2/8

জয়ের পর বিকেলে সাংবাদিক বৈঠক করেন মমতা। আর সেখানেই মমতার পাশে চুপটি করে দাঁড়িয়ে থাকতে দেখা গেল নাতনি আজানিয়াকে। 

 

  • 3/8

সাধারণত পরিবারের সদস্যদের প্রকাশ্যে আনেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে  অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিডিয়াতে লেখালেখি হলেও তিনি ছিলেন অন্তপুরবাসিনী। 
 

  • 4/8

কয়লা পাচার মামলার তদন্তে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে ভোটের ঠিক মুখে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সিবিআই অফিসাররা পৌঁছনোর কিছুক্ষণ আগেই ওই বাড়িতে পৌঁছে যান অভিষেকের পিসি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
 

  • 5/8

সেই সময় দেখা গিয়েছিল সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের আগে অভিষেকের কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 

  • 6/8

নাতনির মনখারাপ ভাঙাতেই সেদিন তিনি হাজির হয়েছিলেন শান্তিনিকেতনে অভিষেকের বাড়িতে। জানিয়েছিলেন মমতা। 

  • 7/8

রাজ্যে তৃতীয়বার তৃণমূল সরকারের আগমনের দিন ফের একবার নাতনির হাত ধরে প্রকাশ্যে এলেন মমতা।
 

  • 8/8

অভিষেকের মেয়ের নাম আজানিয়া। আর ছেলের নাম  'আয়াংশ'।
 

Advertisement
Advertisement