আজ প্রথম দফা নির্বাচনের শেষ প্রচার। দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে নামলেন মিঠুন। একাধিক রোড শো রয়েছে মিঠুন চক্রবর্তীর। বাঁকুড়ার শালতোড়ায় মিঠুনের রোড শোয়ে জনতার ঢল।
হেলিকপ্টারে করে বাঁকুড়ায় পৌঁছন মিঠুন। সেখানেও তাঁকে এক ঝলক দেখার জন্য জনতার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথম দফা নির্বাচনের আগে প্রথমবার প্রচারে নামলেন অভিনেতা।
হুডখোলা গাড়ি থেকেই জনতার উদ্দেশে হাত নাড়েন মিঠুন। চলতি মাসেই বিজেপিতে যোগদান করেছেন এই অভিনেতা। তারপর থেকে তাঁকে ঘিরে জল্পনার শেষ হয়নি।
ব্রিগেডে নরেন্দ্র মোদীর জনসভায় বিজেপিতে যোগদান করেছিলেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকে বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবেও বেশ কয়েকবার উঠে এসেছে তাঁর নাম। যদিও এই প্রশ্নে ধোঁয়াশাই বজায় রেখেছেন অভিনেতা।
বিধানসভা ভোটের আগেই কলকাতার ভোটার হয়েছেন মিঠুন চক্রবর্তী। বেলগাছিয়ার কেন্দ্রের ভোটার হয়েছেন তিনি।
ধানসভা ভোটের মুখে আচমক মিঠুন এই কেন্দ্রেই ভোটার হওয়ায় জল্পনা বাড়ছে। তাহলে কি নির্বাচনে লড়তে পারেন মহাগুরু। জানা গিয়েছে, এই কেন্দ্রেই এক পরিচিতের বাড়িতে মাঝেমধ্যেই আসা যাওয়া রয়েছে তাঁর।
শালতোড়ায় হুডখোলা গাড়িতে রোড শো মিঠুনের। মিঠুন ৭ মার্চে বিজেপিতে যোগ দিয়েছেন।
"আমি জলঢোঁড়াও নই...আমি জাত গোখরো, এক ছোবলে ছবি!" BJP-তে যোগ দিয়ে নয়া স্লোগান দিয়েছিলেন 'মহাগুরুর' মিঠূন।