Advertisement

নির্বাচন

PHOTOS: বেহালার পর হাওড়াতেও অশান্তি! তবু রোড শো হিট মিঠুনের

Aajtak Bangla
Aajtak Bangla
  • 08 Apr 2021,
  • Updated 6:44 PM IST
  • 1/8

পদ্ম ফোটাতে লাগাতার প্রচার চালাচ্ছেন মহাগুরু মিঠন চক্রবর্তী। ভোট বাংলার নানা প্রান্তে বিজেপির হয়ে ভোট চাইতে হাজির হচ্ছেন এমএলএ ফাটাকেষ্ট।
 

  • 2/8

তবে বৃহস্পতিবা দু'বার তাঁর প্রচারের মাঝে উত্তেজনা তৈরি হল।
 

  • 3/8

বৃহস্পতিবার চতুর্থদফার ভোটের ছিল শেষদিন। তাই বেহালায় মিঠুনকে দিয়ে প্রচার করে চমক দিতে চেয়েছিল গেরুয়া শিবির।  পুলিশের তরফে অনুমতি না মেলায় বিজেপিকে বাতিল করতে হয় প্রচার কর্মসূচী। ঘটনার জেরে বেহালায় থানা ঘেরাও করেন বেহালা পশ্চিমের প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
 

  • 4/8

তবে এদিন উত্তর হাওয়ায় প্রচারে ঝড় তুলে দেন মহাগুরু। 
 

  • 5/8

বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের হয়ে প্রচার করতে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে।

  • 6/8

এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের হয়েও রোড শো করেন তিনি।
 

  • 7/8

তবে ডোমজুরে মিঠুন চক্রবর্তীর প্রচার ঘিরে উত্তেজনা তৈরি হয়। 

  • 8/8

প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রোড শো শেষ হবার পর বিজেপি কর্মীদের মিছিলে আসা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বাঁকরা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ ছিল তৃণমূল কর্মীসমর্থকদের দিকেই। 
 

Advertisement
Advertisement