Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS: থিকথিকে ভিড়ে 'মোদী মোদী' চিত্‍কার! দেখুন ব্রিগেডের ছবিগুলি

Aajtak Bangla
  • 07 Mar 2021,
  • Updated 6:00 PM IST
  • 1/9

লোকসভা ভোটের আগে ব্রিগেডে এসেছিলেন ভোট প্রচারে। আর বিধানসভা ভোটে ব্রিগেড থেকেই বাংলার ভোট প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী।

  • 2/9

গত রবিবারই ছিল বাম-কংগ্রেস জোটের ব্রিগেড। তাই বিজেপি নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ ছিল সেই ভিড়কে টপকে যাওয়ার। প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লক্ষ লোক সমাগম হবে এমন দাবি করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • 3/9

১০ লক্ষ মানুষের ভিড় অবশ্য চোখে পড়েনি। তবে মোদীকে মুগ্ধ করতে বিজেপি নেতারা দাবি করেন সমাগম হয়েছে ২০ লক্ষ মানুষের।

  • 4/9


এদিন ব্রিগেডে বিশৃঙ্খলাও চোখে পড়েছে।  বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উঠতেই ঠেলাঠেলি শুরু হয় ময়দানে। সংবাদমাধ্যমের জন্য সংরক্ষিত জায়গার পিছন থেকে জনতাকে সামনের দিকে এগিয়ে আসতে দেখা যায়। শুরু হয় বিশৃঙ্খলা। 

  • 5/9

যা দেখে মঞ্চে বিজেপি নেতাদের মুখে স্পষ্ট ধরা পড়ে উদ্বেগের ছাপ। মাইকের সামনে এসে একের পর এক বিজেপি নেতাকে অনুরোধ করতে দেখা যায় শান্ত হওয়ার জন্য। 

  • 6/9


ব্রিগেডে মোদী ঢোকার মুখেই ফের শুরু হয় গোলমাল। ফের সামলাতে ডায়াসে আসতে হয় বাবুল সুপ্রিয়কে।

  • 7/9

এবারে মোদীর ব্রিগেড সমাবেশ উপলক্ষ্য়ে  জমকালো আয়োজনে অবশ্য কোনও ত্রুটি রাখেনি রাজ্য বিজেপি নেতৃত্ব। 

  • 8/9

শনিবার রাত থেকেই জেলা থেকে বহু মানুষ আসতে শুরু করেছিলেন ব্রিগেডে। আর সকাল থেকে জনস্রোত আছড়ে পড়ে প্যারেড গ্রাউন্ডে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করে মিছিল।

  • 9/9

 রবিবাসরীয় ব্রিগেড সমাবেশে জনজোয়ার আনতে ৩ টি ট্রেনও ভাড়া করেছিল বিজেপি।  আলিপুরদুয়ার, মালদহ এবং উত্তরদিনাজপুরের হরিশচন্দ্রপুর থেকে কর্মী সমর্থকদের নিয়ে আসে এই ট্রেনগুলি। 

Advertisement
Advertisement