তিনি শুধু চিত্র পরিচালক বা অভিনেতাই নন। রাজ চক্রবর্তী এখন রাজনৈতিক ব্যক্তিত্বও! নির্বাচনী প্রচারে বেরিয়ে দোল উৎসবে ব্যারাকপুরের সকল বাসিন্দাদের শুভেচ্ছা জানান রাজ।
গত মার্চ মাসে তৃণমুল কংগ্রেসে যোগ দেওয়ার পরই একুশের নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে রাজ চক্রবর্তীকে প্রার্থী করেছে দল।
বসন্ত উৎসব রঙের উৎসব! আর এই রঙের উৎসবে দলের রঙে নির্বাচনী প্রচার চালালেন তৃণমূলের তারকা প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী।
রবিবার সকাল থেকেই বসন্ত উৎসবকে পাথেয় করে নির্বাচনী প্রচারে বারাকপুরের অলিগলিতে কাটালেন রাজ চক্রবর্তী।
বারাকপুর ১০ নম্বর ওয়ার্ড- ওল্ড ক্যালকাটা রোড, অভ্যুদ্যয় খেলার মাঠ সংলগ্ন এলাকা থেকে একটি প্রভাতফেরি বের হয়। ওই প্রভাতফেরিতে হাটেন রাজ চক্রবর্তী।
রবিবার সকাল থেকে বারাকপুরের অলিগলিতে ঢুকে কখনও সেলফি তুললেন, কখনও অটোগ্রাফ বিলোলেন, কখনও আবার রং মাখলেন, মাখিয়ে দিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী।
প্রিয় পরিচালককে কাছে পেয়ে আবির মাখাতে ভুললেন না ব্যারাকপুরের ভোটার ও রাজ ভক্তরা।
রং খেলা আর নির্বাচনী প্রচার একই সঙ্গে! আবির মেখে মাদোল বাজাতেও দেখা গেল রাজ চক্রবর্তীকে।
প্রচারের মাঝেই Aaj Tak বাংলা-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাজ জানান, মানুষের উদ্দীপনা, উৎসাহই বলে দিচ্ছে আসন্ন নির্বাচনে কী ফলাফল হতে চলেছে।