তৃতীয় লিঙ্গের ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে হুগলি জেলার সিঙ্গুরে তৈরি হল কিয়স্ক। নির্বাচন কমিশনের উদ্যোগে সিঙ্গুর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় তৈরি করা হয়েছে 'সবার ভোট সবার শপথ' নামে এই কিয়স্ক।
কিয়স্কে রাখা হয়েছে ভিপিপ্যাট এবং ইভিএম। এর মাধ্যমে ভোটারদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন সিঙ্গুর ব্লক আধিকারিক পার্থ বন্দ্যোপাধ্যায়।
হাতেকলমে পরীক্ষামূলক শিক্ষার জন্য তৈরি করা হয়েছে এই কিয়স্ক।
ব্লকের প্রতিটি বুথ সংলগ্ন এলাকায় ইভিএম-এর মাধ্যমে ভোটদান সম্পর্কে সচেতনতা বাড়াতে ক্যাম্প করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কিয়স্কের উদ্বোধন করেন সিঙ্গুরের বৃহন্নলা কমিটির সদস্যরা।
নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটাররা।