Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

West Bengal Election 2021 : নজরে স্পর্শকাতর এলাকা! হুগলিতে রুট মার্চ শুরু কেন্দ্রীয় বাহিনীর

ভোলানাথ সাহা
  • 01 Mar 2021,
  • Updated 8:23 AM IST
  • 1/5

ভোটের দিন ঘোষনার পরে হুগলি জেলার একাধিক এলাকায় টহল দিতে শুরু করল কেন্দ্রীয় বাহিনী।  জেলার কমিশনারেট ও গ্রামীন এলাকায় মোট ৯ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এসেছে। বেশকিছুদিন আগে ৩ কোম্পানী এসে পৌছেছিল। এরপর রবিবারে আরো দুই কোম্পানি এসে পৌঁছায়। 

  • 2/5

জেলা পুলিশকে সঙ্গে নিয়ে সহযোগিতায় কেন্দ্রীয় বাহিনী উত্তেজনাপ্রবন এলাকা সহ বিভিন্ন এলাকায় টহল দেওয়া শুরু করেছে। এদিন হুগলীর , উত্তরপাড়া ,  চন্দননগর , হিন্দমোটর , কোন্নগর,  ব্যান্ডেলে কেন্দ্রীয় বাহিনীর টহল দেওয়ার চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। 

  • 3/5

এদিন ব্যান্ডেলের নলডাঙ্গা, ব্যান্ডেল স্টেশন রোড, লোকোপাড়া প্রভৃতি এলাকায় কেন্দ্রীয় বাহিনী ব্যান্ডেল ফাঁড়ির আধিকারিক নেতৃত্বে টহল দেয়। এরপর এদিন ব্যান্ডেল লিচুবাগানে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশের সাথে নাকা চেকিং-এ অংশগ্রহন করে কেন্দ্রীয় বাহিনী। 

  • 4/5

একইভাবে এদিন ভদ্রেশ্বরে অ্যাঙ্গাস, ভদ্রেশ্বর স্টেশন রোড, বি.এম রোড সহ জি.টি রোডেও টহল দেয় কেন্দ্রীয় বাহিনী। চাঁপদানী ফাঁড়ির এএসআই গুরুপদ দাসের নেতৃত্বে এদিন কেন্দ্রীয় বাহিনী রুট মার্চে অংশগ্রহণ করে।

  • 5/5

উত্তরপাড়া থানা আইসি নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী কোন্নগর , হিন্দমোটর ,  উত্তরপাড়া বিভিন্ন এলাকায় টহল দেয়। জেলাপ্রশাসনসূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের নির্দেশমত এখন পর্যন্ত চন্দননগর কমিশনারেট এবং গ্রামীন এলাকায় মোট ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে।

Advertisement
Advertisement