Advertisement

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS: সকালেই ভোটদানের হিড়িক, এক ক্লিকে ৫ জেলার ভোট-চিত্র

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Mar 2021,
  • Updated 10:40 AM IST
  • 1/10

আজ প্রথম দফায় রাজ্যের ৫টি জেলার ৩০টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে ২৩টি আসনই জঙ্গলমহলের চার জেলায়, ৭টি আসন পূর্ব মেদিনীপুরে। পুরুলিয়ার ৯টি, পশ্চিম মেদিনীপুরের ৬, বাঁকুড়ার ৪, পূর্ব মেদিনীপুরের ৭ এবং ঝাড়গ্রামের ৪টি আসনে চলছে ভোটগ্রহণ।

  • 2/10

পশ্চিমবঙ্গে জঙ্গলমহল ও মেদিনীপুরের আসনগুলিতে ভোটগ্রহণ। মোট ৩০টি কেন্দ্রে। একনজরে দেখে নিন আসনগুলির নাম বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি, খড়গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর।

  • 3/10

জঙ্গল মহলের পুরুলিয়া জেলার ৯ টি এবং বাঁকুড়া জেলার ৪ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্ধারিত সময় সকাল ৭ টা থেকে সমস্ত বুথেই অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে শুরু হল ভোট গ্রহণ প্রক্রিয়া । 

  • 4/10

কোভিড প্রটোকল মেনেই রাজ্যে শুরু হয়েছে  প্রথম দফার ভোটগ্রহণ।

  • 5/10

পশ্চিমবঙ্গ ও অসমে চলছে প্রথম দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে এখনও ভোট পড়েছে ১৫.৩০%। অসমে পড়েছে ১০.২১%। পশ্চিমবঙ্গে জেলাওয়াড়ি ভোট পড়েছে বাঁকুড়ায় ১৮.৩৬%, ঝাড়গ্রামে ১৬.১৭%, পশ্চিম মেদিনীপুরে ১৬.৭৫%, পূর্ব মেদিনীপুরে ১৩.৭০% এবং পুরুলিয়ায় ১৩.৯৭%।

  • 6/10

মানুষকে ভোটাধিকার প্রয়োগের আবেদন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

  • 7/10

পূর্ব মেদিনীপরের কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রের মারিশদা বি.কে. জাগৃহি বিদ্যাপীঠ স্কুলে ইভিএম খারাপ থাকার কারণে দু'ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও শুরু হয়নি ভোটগ্রহণ।

  • 8/10

প্রথম দফায় নির্বাচন হচ্ছে মেদিনীপুরে আসনে। সকাল থেকে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ঘুরে পরিস্থিতির ওপর নজর রাখছেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া।

  • 9/10

পুরুলিয়া বিধানসভার অন্তর্গত পুরুলিয়া শহরের ৫ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন গার্লস স্কুলের ইভিএম খারাপl ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন ভোটাররা l

  • 10/10

অন্যদিকে কেশিয়াড়ির বেগমপুর গ্রামে উদ্ধার বিজেপি কর্মীর দেহ। নাম মঙ্গল সরেন। পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ বিজেপির । তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। বাড়ির উঠোনে দেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement
Advertisement