বাংলার ৮ দফায় বিধানসভা ভোট হবে। শনিবার ছিল প্রথম দফার ভোট।
এদিন রাজ্যের ৩০ টি বিধানসভা কেন্দ্র ভোট নেওয়া হয়।
ভোট নিয়ে মানুষের মধ্যে প্রবল উৎসাহ দেখা গিয়েছে।
করোনা বিধি মেনে ভোট নেওয়া হয়েছে।
প্রচুর মহিলা ভোটার ছিলেন। বিপুল উৎসাহ নিয়ে তাঁরা ভোট দিলেন।
এদিনের অন্যতম বড় ঘটনা বিজেপির একটি অডিয়ো ক্লিপ প্রকাশ। যেখানে তারা দাবি করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা প্রলয় পালের কাছে সাহায্য চাইছেন।
বিজেপির পাল্টা অডিয়ো ক্লিপ প্রকাশ করে তৃণমূল। যেখানে তারা দাবি করেছে, বিজেপি কমিশনকে প্রভাবিত করতে চাইছে।
শান্তিপূর্ণ ভোটের জন্য কড়া ব্যবস্থা নিয়েছিল নির্বাচন কমিশন। ছিল কেন্দ্রীয় বাহিনী।
শারীরিক অক্ষমতাকে হেলায় ঠেলে দিয়ে অনেক মানুষ ভোট দিয়েছেন। তাঁদের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছে কমিশন।
নিরাপত্তা আরও জোরদার করতে ছিল ড্রোনের নজরদারি।
বেশ কয়েক জায়গায় গোলমাল হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষকে ধাক্কা দেওয়া হয়। এমনই অভিযোগ উঠেছে। তিনি তাদের দিকে তেড়ে গিয়েছেন। এমন অভিযোগও উঠেছে।
এদিন বেশ গরম ছিল। সে সব উপেক্ষা করে মানুষ ভোট দিতে এসেছিলেন।
মিম-এর প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বাংলায় এসে প্রার্থীদের নাম জানিয়ে দিলেন।
মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। তিনি জানিয়েছেন, ওই বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে।
প্রথম দফার ভোটে কয়েকজন হেভিওয়েট প্রার্থী হলেন সুশান্ত ঘোষ, নেপাল মাহাতো, জুন মালিয়া, বীরবাহা হাঁসদা।
বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়কে বিষাক্ত রং ছুড়ে মারা হয়েছে বলে অভিযোগ। যদিও প্রথম দফার ভোটে তাঁর নির্বাচনী কেন্দ্র ছিল না।
অনেক জায়গায় ভোটযন্ত্র নিয়ে অভিযোগ উঠেছে।
ভোটের ফল প্রকাশিত হবে ২ মে।