Advertisement

কলকাতা

Kolkata Metro Rail And LIC : আয় বাড়াতে এলআইসি-র সঙ্গে চুক্তি কলকাতা মেট্রোর, ২ স্টেশনে জুড়ছে তাদের নাম

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2021,
  • Updated 11:11 PM IST
  • 1/10

Kolkata Metro Rail And LIC: আয় আরও বাড়াতে নয় রাস্তা কলকাতা মেট্রো (Kolkata Metro Rail)-র। তাদের দু'টি স্টেশনের নামের আগে-পরে এলআইসি (LIC বা Life Insurance Corporation of India)-র নাম জুড়তে চলেছে। সে ব্যাপারে ওই সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে। এর ফলে কলকাতা মেট্রোর আয় আরও বাড়বে। 

আরও পড়ুন: বিশ্বভারতীর অনুমতি না পেলে বিকল্প জায়গায় পৌষমেলা করতে চায় বোলপুর পুরসভা

  • 2/10

কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail)-এর তরফ থেকে জানানো হয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুই স্টেশনে সে ব্যবস্থা চালু হয়েছে। ফুলবাগান এবং সিটি সেন্টার কো-ব্যান্ডিং রাইট দেওয়া হল এলআইসি বা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া LIC বা Life Insurance Corporation of India)-কে।

আরও পড়ুন: হবু স্ত্রীর স্তন-কোমরের মাপ জানতে চেয়ে বিজ্ঞাপন, বিতর্ক তুঙ্গে 

  • 3/10

 ইতিমধ্যে ওই ২ সংস্থা চুক্তিবদ্ধ হয়েছে। যার কাজ সম্পন্ন হয়েছে মঙ্গলবার। 

আরও পড়ুন: রাসায়নিক দিয়ে যৌনাঙ্গ ছেদ! এবার ধর্ষকদের শাস্তি পাকিস্তানে

  • 4/10

মেট্রো রেল (Kolkata Metro Rail)-এর ওই দুই স্টেশনের দেড় হাজার স্কোয়ার ফুট করে জায়গা দিয়েছে এলআইসি-কে। ফলে এলআইসি সেই ২ স্টেশনের আগে-পরে নিজেদের নাম যুক্ত করতে পারবে।

আরও পড়ুন: মালামাল করে দেওয়া পেনি স্টক, এক বছরে ১ লক্ষ টাকা হয়েছে ৩০ গুণ! 
 

  • 5/10

এবং স্টেশনে নিজেদের লোগো ব্যবহার করতে পারবে এলআইসি (LIC বা Life Insurance Corporation of India)। এর পাশাপাশি ওই দুই স্টেশনের প্রবেশ এবং প্রস্থান মানে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলোতে নিজেদের নাম, ব্র্যান্ড, লোগো কালার ব্যবহার করতে পারবে।

  • 6/10

যেখানে যেখানে স্টেশনের নাম রয়েছে, সেখানেও তারা নিজেদের নাম ব্যবহার করতে পারবে।

  • 7/10

৫ বছরের জন্য এই চুক্তি সই করা হয়েছে। এই প্রথম কোন রাষ্ট্রায়ত্ত সংস্থা কো-ব্র্যান্ডিংয়ের রাইট দেওয়া হল। 
 

  • 8/10

এর পাশাপাশি এলআইসি (LIC বা Life Insurance Corporation of India) নিজেদের কিয়স্ক বসাতে পারবে। নিজেদের প্রচার করার জন্য সেগুলি কাজে লাগানো যেতে পারে।

  • 9/10

আর কি সুবিধা পাবে এলআইসি (LIC বা Life Insurance Corporation of India)? প্লাটফর্ম, স্ক্রিনডোর, পিলারে বা যেখানে যেখানে সম্ভব, নিজেদের নাম ব্যবহার করতে পারে, বিজ্ঞাপন দিতে পারবে। তবে মাথায় রাখতে হবে এর জেরে এখনকার যে পরিকাঠামো রয়েছে, তার যেন কোনও সমস্যা না হয়।

  • 10/10

কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail)-এর তরফে ডেপুটি চিফ অপারেশনস ম্যানেজার (কমার্শিয়াল) কৌশিক মিত্র এবং এলআইসি (LIC বা Life Insurance Corporation of India)-র জোনাল ম্যানেজার এন পি সিনহা চুক্তি সই করেন।

Advertisement
Advertisement