আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই দুর্গাপুজোর বিশেষ শোভাযাত্রা বা কার্নিভালে (Durga Puja Carnival 2022) মাতবে শহর কলকাতা (Kolkata)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
তবে বৃষ্টি নিয়ে দুশ্চিন্তা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। কারণ পুজোর আনন্দ বেশকিছুটা মাটি করে দিয়েছে বৃষ্টি। সেক্ষেত্রে কার্নিভালও কি ভাসবে বৃষ্টিতে?
এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর অবশ্য বলছে আজ শহর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম।
আরও পড়ুন - বয়স বাড়লেও চোখে লাগবে না চশমা, পাতে রাখুন এই ৪ খাবার
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতার আকাশ অংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে বৃষ্টি। তবে সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
এছাড়া দক্ষিণবঙ্গের (South Bengal) দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) প্রায় সব জেলাতেই হতে পারে বৃষ্টি।
তারমধ্যে ওপরের দিকের জেলাগুলির কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।