Advertisement

লাইফস্টাইল

Benefits Of Peas : মটরশুঁটি খেলেই হু হু করে গলবে পেটের চর্বি, কমে যাবে ওজন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Dec 2025,
  • Updated 7:06 PM IST
  • 1/9

শীতকালের অন্যতম সব্জি হল মটরশুঁটি। বিভিন্ন তরকারিতে মটরশুঁটি ভালো লাগে। আবার কাঁচাও খাওয়া যায়। এর উপকারিতাও অনেক। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মটরশুঁটি খেলে ওজনও কমে। 
 

  • 2/9

তবে শুধু ওজন নয়, মটরশুঁটি খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে। এত থাকে ভিটামিন ও মিনারেল। যা রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। 

  • 3/9

মটরশুঁটি ওজন কমাতে সাহায্য করে কারণ এতে ফাইবার ও প্রোটিন বেশি। এতে ক্যালোরি কম থাকে। ফলে পেট ভরা রাখতে পারে। 

  • 4/9

এই সব্জিতে থাকা উচ্চ ফাইবার খারাপ কোলেস্টেরল কমাতে এবং সামগ্রিক খাদ্যের মান উন্নত করতেও সাহায্য করে। যা ওজন নিয়ন্ত্রণের জন্য খুব গুরুত্বপূর্ণ।

  • 5/9

হাড়কে মজবুত করে মটরশুঁটি। এতে ভিটামিন এ, সি, কে এবং ফোলেট রয়েছে। থাকে আয়রন এবং ম্যাগনেসিয়ামও। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হাড়কে শক্তিশালী করতে সাহায্য করে।

  • 6/9

মটরশুঁটির গ্লাইসেমিক সূচক কম থাকে। যা ডায়াবেটিস রোগীদের জন্যও ভালো। সেজন্য ডায়াবেটিস রোগীরা মটরশুঁটি খেতে পারেন। 

  • 7/9

গবেষকদের দাবি, প্রতিদিন ২ মিলিগ্রাম পলিফেলনসমৃদ্ধ খাবার খেলে পাকস্থলি ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে যায়। আর এক কাপ মটরশুঁটিতে অন্তত ১০ মিলিগ্রাম পলিফেলন থাকে। তাই পাকস্থলির ক্যানসারের ঝুঁকি কমাতে দারুণ কার্যকরী। 

  • 8/9

কোষ্ঠকাঠিন্যে সারানোর জন্য এই সব্জি খুব ভালো। কারণ এতে প্রচুর আঁশ থাকে। 
 

  • 9/9

ভিটামিন বি১, বি২, বি৩ এবং বি৬ এর উৎস মটরশুঁটি শরীরের হোমোসাইস্টাইন লেভেল কমায়। এ কারণে হৃদরোগের ঝুঁকিও কমে ।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement