Advertisement

লাইফস্টাইল

Cholesterol Control: ১ মাসে কমে যাবে কোলেস্টেরল লেভেল, মেনে চলুন ৫ সহজ টিপস

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2026,
  • Updated 10:33 AM IST
  • 1/9

অনেকেরই রয়েছে হাই কোলেস্টেরলের সমস্যা। আর এই অসুখ শরীরের হাল বিগড়ে দেওয়ার কাজে একাই একশো। তাই যেভাবেই হোক কোলেস্টেরল লেভেল কমাতে হবে। 

  • 2/9

কোলেস্টেরল হল একটি মোম জাতীয় উপাদান। এটি রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে পারে। যার ফলে হার্টের অসুখ হওয়ার আশঙ্কা রয়েছে বেশি। 

  • 3/9

তাই আজ থেকে কোলেস্টেরলকে স্বাভাবিকের গণ্ডিতে আনার কাজে লেগে পড়ুন। আর সেই কাজে সাহায্য করতে পারে কয়েকটি সহজ টিপস। এই সব টিপস মেনে চললে অনায়াসে কোলেস্টেরল লেভেল কমিয়ে ফেলতে পারবেন। 

  • 4/9

সবার প্রথমে ফাস্ট ফুড খাওয়া কমাতে হবে। এই খাবারটা না খেলে কোলেস্টেরল লেভেল কমে যাবে দ্রুত গতিতে। তাই সবার প্রথমে এটা খাওয়া ছাড়ুন।

  • 5/9

এছাড়া ঘি, মাখন বা তেল বাড়িতেও বেশি খাবেন না। তাতে বিপদ হতে পারে। এগুলিতে মজুত ফ্যাট বাড়াতে পারে কোলেস্টেরল। 

  • 6/9

মাটন খাওয়াও চলবে না। এতে উপস্থিত স্যাচুরেটেড ফ্যাটও সমস্যা বৃদ্ধি করতে পারে। পাশাপাশি মাছের তেল বা মাছের ডিমের থেকেও দূরত্ব বাড়িয়ে নিন। 

  • 7/9

শাক, সবজি এবং ফল খান রোজ। এগুলিতে রয়েছে ফাইবার। এই ফাইবার অন্ত্রে কোলেস্টেরলকে বেঁধে ফেলবে। তারপর দেবে বের করে। তাই শাক, সবজি খাওয়া চলবে না। 

  • 8/9

এছাড়া নিয়মিত ব্যায়াম করুন। দিনে অন্ততপক্ষে ৩০ মিনিট এক্সারসাইজ হল মাস্ট। এই কাজটা করলেও খারাপ কোলেস্টেরল কমবে। তাই রোজ ব্যায়াম হল মাস্ট।

  • 9/9

আর পরিশেষে বলি, নিজের ওষুধ খাওয়া বন্ধ করবেন না। ওষুধ চালিয়ে যান। এই ওষুধগুলি খুবই নিরাপদ। তাই চিন্তার কোনও কারণ নেই।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement