Advertisement

লাইফস্টাইল

এই ৬টি কথা কখনও কাউকে বলবেন না, জেনে নিন

Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Oct 2021,
  • Updated 10:48 PM IST
  • 1/7

জীবন সব সময় একভাবে চলে না। উত্থান-পতনের মধ্যেই প্রবাহিত হয় জীবনের স্রোত। আর জীবনের পথে, নানা বাঁকে আসে নতুন নতুন মুখ, সম্পর্ক। আবার তারা হারিয়েও যায়। কিন্তু, সম্পর্ক যেমনই হোক না কেন, যতই গভীর হোক না কেন, নিজের সম্পর্কে বেশ কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখা ভালো। অর্থাৎ এমন কিছু বিষয় আছে যেগুলো কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। আসুন দেখে নিই। 

  • 2/7

নিজের স্ত্রী, মা, বাবা বা পরিবারের সম্পর্কে বাইরের লোককে কখনও বলবেন না। আপনি হয়তো সরল মনে বলছেন, তবে পরে আপনার বলা কথাগুলোকেই অপরজন হাতিয়ার করতে পারে। 

  • 3/7

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বা বিবাদ মাঝে মধ্যেই হয়ে থাকে। খেয়াল রাখবেন স্ত্রী'র সম্পর্কে কখনও বাইরে কারও সঙ্গে আলোচনা করবেন না। যদি একান্তই নিজেকে আটকাতে না পারেন, তাহলে স্ত্রীর সম্পর্কে ভালো কথা বলুন অন্যজনকে। নিজের স্ত্রীর নিন্দা ভুলেও করবেন না। 

  • 4/7

কখনও নিজের বেতন বা আয় সম্পর্কে কাউকে বলবেন না। এতে আপনি সমালোচিত হতে পারেন। আর আর্থিক কোনও সমস্যায় পড়লেও আলোচনা করবেন না। চেষ্টা করুন, নিজেই তা সামলে নেওয়ার। 

  • 5/7

নিজের দুর্বলতা কখনও প্রকাশ করবেন না। এতে অপরজন আপনাকে দুর্বল ভাবতে পারে। আর সেই সুযোগও সে নিতে পারে। তাই নিজের ভুল করলে ক্ষমা চান কিন্তু, অতীতের দুর্বলতা কখনও প্রকাশ করবেন না। 

  • 6/7

আপনি কারও প্রতি দুর্বল হতেই পারেন। তবে সেটা প্রতি মুহূর্তে প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখুন। কারণ, কোনও কিছু অতিরিক্ত ভালো নয়। আপনার ভালোবাসা বা সম্মান প্রদর্শনকে উল্টোদিকের মানুষটি দুর্বলতা বলে ভাবতে পারেন। 

  • 7/7

কখনও নিজের বিশেষ স্বপ্নকে প্রকাশ করবেন না। স্বপ্ন পূরণ করাই আপনার লক্ষ্য। কাজেই সেই স্বপ্নের কথা অন্যকে বলে কী লাভ? বরং বললে হয়তো কোনও নেতিবাচক কথা আপনাকে শুনতে হবে। আর তাতে আপনি মুষড়ে পড়তে পারেন।   

Advertisement
Advertisement