প্রায় এক কোটি টাকার তেলিয়া ভোলা মাছ উঠল দীঘা মোহনার মৎস আড়তে। মাছ দেখতে ভিড় উৎসুক মৎস্যজীবী ও পর্যটকদের। কোটি টাকা আয়ের পাশাপাশি পর্যটনের ক্ষেত্রে হয়ে উঠেছে দীঘা।
এবার একটা দুটো নয়, প্রায় ৩৩ টি তেলিয়া ভোলা উঠলো মা বাসন্তী নামের একটি ট্রলারে। প্রায় এক কোটি টাকার মাছ এই ট্রলারে ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দীঘা মোহনার মৎস্য বাজারে।
জানা গিয়েছে এই তেলিয়া ভোলা প্রতি কেজি বাজার মূল্য ১২ হাজার ৬০০ টাকা করে। ৩৩ টি মাছের মূল্য প্রায় এক কোটি টাকা।
এক একটি মাছের মূল্য প্রায় তিন লক্ষ টাকা করে। এর আগে একটি দুটি উঠতে দেখা যেতো। তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এতটাই দামী এই মাছ।
এখন এককালীন ৩৩ টি মাছ দেখতে দীঘা মোহনার মৎস্য বাজারে উৎসুক মৎস্যজীবী ও পর্যটকদের ভিড় জমেছে। এতগুলি মাছ জীবিত কোনও ব্য়াক্তিই একসঙ্গে আগে কখনও দেখেননি বলে জানিয়েছেন।
দিঘা মোহনার আড়তদার শ্যামসুন্দর দাসের আড়তে নিয়ে যাওয়া হয় মাছগুলি। খবর ছড়িয়ে পড়তেই আড়তে আসা ব্যবসায়ী-মৎসজীবীদের হুড়োহুড়ি পড়ে যায়৷
মাছ নিয়ে দরাদরিও হয়৷ শ্যামসুন্দরবাবু বলেন, ‘মাছগুলি নিলামে কেজি প্রতি প্রায় ১২ হাজার ৮০০ টাকা দরে বিক্রি হয়েছে। সব মিলিয়ে দাম উঠেছে প্রায় ৯৮ লক্ষ ৭৮ হাজার ৪০০ টাকা।’
এই মাছের বিভিন্ন অংশ চিকিৎসা-সহ নানা কাজে ব্যবহৃত হয় বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। তাই বিশ্ব বাজারে এর দাম এত বেশি।
সম্প্রতি গোসাবা সোনারগাঁ থেকে একদল জেলে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ৭৮ কেজি ৪০০ গ্রাম ওজনের তেলিয়া ভোলা মাছ পান৷
সেই মাছ শনিবার ক্যানিং মাছ আড়তে নিয়ে আসা হয়৷ শেষ পর্যন্ত তা ৩৭ লক্ষ ৫৩ হাজার টাকায় বিক্রি হয়েছে৷ ‘কলকাতা মেরিন নামে ফিশ’ নামে এক সংস্থা ওই মাছ কেনে৷
গোটাটাই বিদেশে রপ্তানি হবে বলে আড়ত সূত্রে খবর৷ কোনও বিরল ওজনের মাছ এত দামে এর আগে বিক্রি হয়নি বলে জানিয়েছিলেন আড়তদাররা।
তেলিয়া ভোলা মাছ সাধারণত একটি বা কখনও দুটি একসঙ্গে পাওয়া গিয়েছে। এগুলি তেমনভাবে ঝাঁকেও ঘোরে বলে খবর নেই।
তবে কীভাবে এতগুলি মাছ একবারে জালে উঠেছে, তা বুঝতে পারছেন না কেউই। মৎস্যজীবীদের অনেকেই মনে করছেন আরও মাছ থাকতে পারে ওই এলাকায়। তাই চেষ্টা শুরু করেছেন তাঁরা।