ইন্ডিয়া টুডে সেক্স সার্ভে ২০১৯ এ মানুষের কাছে প্রশ্ন ছিল যে, ফোরপ্লে-সহ বেডরুমে কতক্ষণ যৌনতা স্থায়ী হয়। সেই উত্তরে বাকি জায়গায়র তুলনায় এগিয়ে ছিল ইন্দোরের মানুষরা। (সব ছবি প্রতীকী)
ইন্দোরে ৯১.৫ শতাংশ মানুষ জানান, তারা বেডরুমে ৩০ মিনিটের সময়ে থাকতে পারেন। তারপরেই রয়েছে জয়পুর। সেখানকার ৬৭.৫ শতাংশ বাসিন্দা যৌনতা ৩০ মিনিটের বেশি করতে পারেন।
৩০ মিনিটের বেশি যৌনতায় তারপরেই রয়েছে আহমেদাবাদ ৬৩ শতাংশ। এরপরে ভূবনেশ্বর ৫৯.৫ শতাংশ, চন্ডীগড় ৫৩.৭ শতাংশ এবং মুম্বই ৫১.২ শতাংশ।
কিন্তু নীল ছবিতে দেখা যায়, যৌনতা একটানা অনেকক্ষণ স্থায়ী হয়। কখনও কখনও সেটা ৪৫ মিনিটের বেশি হয়। তা দেখে অনেক পুরুষই দ্বিধাগ্রস্থ হয়ে পড়েন যৌন জীবন সম্পর্কে।
২০০৮ সালে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের অনেক চিকিৎসক জানান, যৌনতা আসলে সঙ্গী কিংবা সঙ্গিনীর সেই সময়ের মেজাজের উপরও নির্ভর করে অনেকটা।
চিকিৎসকরা জানান, আপনি যদি তিন মিনিট সেক্স করতে সক্ষম হন, তাহলে আপনার চিন্তিত হওয়ার দরকার নেই। যদি আপনার সময় ৩ মিনিটের কম হয়, তবে এটি উদ্বেগের বিষয় হতে পারে।
তাঁদের মতে, যদি আপনি ৩ থেকে ৭ মিনিটের মধ্যে বীর্যপাত করেন, তাহলে আপনার সঙ্গিনী হয়তো সন্তুষ্ট হবেন না। যদি তাঁর চাহিদা বেশি থাকে।
চিকিৎসকদের মতে, যদি আপনি ১৩ মিনিটের জন্য সেক্সের সীমাটি টানতে সক্ষম হন তবে আপনি পুরোদমে স্বাভাবিক। ডাক্তারদের মতে, ৩ থেকে ১৩ মিনিটের সময়কাল সহবাস স্বাভাবিক বিভাগে আসে।
তবে, যদি কারোর সেক্স ড্রাইভ অনেক থাকে এবং তিনি সম্পূর্ণ সুস্থ থাকেন। তাহলে এই সময়সীমা ৩০ মিনিট পর্যন্ত হতে পারে।
চিন্তায় পড়ে অনেক ভারতীয় এখন ইন্টারনেটের শরণাপন্ন হচ্ছে। ভায়াগ্রার মতো ওষুধ তাঁরা ব্যবহার করছেন।
ইন্ডিয়া টুডে সেক্স সার্ভে, ২০১৯তে জানা গেছে যে জয়পুর এবং চণ্ডীগড়ের মতো শহরে যথাক্রমে ৮৭ এবং ৬২ শতাংশ মানুষ যৌন ক্ষমতা বাড়ানোর জন্য এই জাতীয় ওষুধ ব্যবহার করেন।