Advertisement

লাইফস্টাইল

হৃদযন্ত্র দুর্বল হলে এড়িয়ে চলুন এই মহিলাদের, পুরুষদের সতর্ক করছে গবেষণা...

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2021,
  • Updated 4:57 PM IST
  • 1/11

সুন্দরীদের পূজারি নন কোন পুরুষ! সুন্দরী নারীর প্রতি আকর্ষণ নেই এমন পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে সুন্দরীদের থেকে কিন্তু এবার সতর্ক থাকার সময় চলে এসেছে পুরুষদের। 
 

  • 2/11

আসলে সুন্দরীদের দেখলে সকল পুরুষের মনেই সাধ জাগে তাকে একটু হলেও দেখার। আর সে নারী যদি হয় অপরূপা তাহলে তো কথাই নেই। লাজ শরমের কথা ভুলে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতেও দেখা যায় অনেক পুরুষকে৷ তবে গবেষণা বলছে, সাধু সাবধান। সুন্দরীরা পুরুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

  • 3/11

পুরুষদের বিশেষ এই সতর্কীকরণ বার্তা দিয়েছে স্পেনের একদল গবেষক। ২০১০ সালে স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে, সুন্দরী নারীর সঙ্গ লাভ কিংবা সুন্দরী নারীকে জীবনসঙ্গী করলে  পুরুষের স্বাস্থ্যের জন্য হুমকি হতে পারে।

  • 4/11

আকর্ষণীয় নারীর সান্নিধ্যে আসলে পুরুষের মধ্যে মানসিক চাপ বাড়তে থাকে। এমনকি এই চাপ বাড়ার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ারও আশঙ্কাও রয়েছে।

  • 5/11

স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা  দাবি করছেন, সুন্দরী নারীর পাশে পাঁচ মিনিট বসলেই পুরুষের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পায়। যা শরীরে কোর্ট্রিসল নামের  বিশেষ হরমোনের প্রবাহ বাড়িয়ে দেয়। আর বিপত্তি সেখানেই।  এই হরমোনের বাড়তি প্রবাহ আবার হৃদযন্ত্রের নানা রোগের জন্য দায়ী। বেশি কোট্রিসলের প্রবাহ হৃদযন্ত্রের ক্ষতি থেকে শুরু করে ডায়াবেটিস এমনকি পুরুষকে নপুংসক পর্যন্ত করে ফেলতে পারে।
 

  • 6/11

গবেষকরা আরও বলছেন, যেসব পুরুষ মহিলাদের থেকে দূরে থাকতে ভালবাসেন  তাদের জন্য সুন্দরীরা আরও বেশি ক্ষতিকর।
 

  • 7/11

ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা, ৮৪ জন স্বেচ্ছাসেবী পুরুষের উপর গবেষণা চালিয়ে প্রকাশ করেছেন এই তথ্য। এসব স্বেচ্ছাসেবীদের ভিন্ন ভিন্ন সময়ে এককভাবে একটি ঘরে বসিয়ে সুডোকু পাজলের সমাধান করতে বলা হয়। এসময় অপরিচিত সুন্দরী এক নারীকে ঢুকিয়ে দেয়া হয় সেই রুমে। আর তাতেই নাকি  উপস্থিত পুরুষের অনেকের শরীরে কোট্রিসলের প্রবাহ বেড়ে যায়। কিন্তু নারীর জায়গায় কোন পুরুষ রুমে ঢুকলে স্বেচ্ছাসেবীদের  মধ্যে কোন পরিবর্তন দেখা যায়নি।
 

  • 8/11

গবেষণাটি থেকে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে আসেন যে কোনো সুন্দরী ও মোহময়ী নারীর কাছাকাছি এসে অধিকাংশ পুরুষের মধ্যে সেই নারীর সঙ্গে প্রেম করার সুযোগ এসেছে এমন ধারণার সৃষ্টি হতে পারে। খুব কম পুরুষই সুন্দরীদের পাশ কাটিয়ে চলতে পারেন।
 

  • 9/11

বিজ্ঞানীরা বলছেন আকর্ষণীয় নারীদের সঙ্গে পাঁচ মিনিটের সংক্ষিপ্ত সাক্ষাতেই পুরুষদেহে কোট্রিসল বেড়ে যেতে পারে।  সুন্দরী নারীর পাশে পাঁচ মিনিট বসলেই পুরুষের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পায়। তবে অল্প মাত্রায় করটিসল  কোট্রিসলের প্রবাহ ক্ষতিকর নয়। বরং তা মানুষের কর্মক্ষমতা বাড়াতে সহায়ক। 

  • 10/11

 কিন্তু বেশীমাত্রায় কোট্রিসলের প্রবাহ হৃদযন্ত্রের ক্ষতি থেকে শুরু করে ডায়াবেটিস এমনকি পুরুষকে নপুংসক পর্যন্ত করে ফেলতে পারে।

  • 11/11

তাই, সম্ভব হলে সুন্দরীদের এড়িয়ে চলাই সমীচিন!

Advertisement
Advertisement