যৌনতায় কোন দেশের পুরুষ ও মহিলাদের চাহিদা কেমন এবং বিছানায় সঙ্গমের ক্ষেত্রে কোন দেশ এগিয়ে রয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সমীক্ষা চালিয়েছেন বিখ্যাত একটি কন্ডোম প্রস্তূতকারী সংস্থার তরফে সমীক্ষা চালানো হয়েছিল। সেই রিপোর্ট প্রকাশিত হয়েছিল The Sun-এ। মোট ২৬টি দেশের ৩০ হাজার মানুষের উপরে এই সমীক্ষা চালানো হয়েছিল। (সব ছবি প্রতীকী)
সমীক্ষা অনুযায়ী, বিছানায় সঙ্গমে তুলনায় অন্যান্য দেশের পুরুষদের থেকে এগিয়ে গ্রীকের পুরুষরা। গ্রীসের ৮৭ শতাংশ প্রাপ্তবয়স্ত সপ্তাহে এক বার হলেও যৌন মিলন করেন।
ব্রাজিলের মানুষদের যৌন মিলনের সময়কালের গড় ৩০ মিনিট। সেখানে প্রায় ৪৪ শতাংশ মহিলা অর্গাজম সম্পর্কে ভুল কথা বলেন কিংবা কথা লুকিয়ে যান।
৮০ শতাংশ ইতালির নাগরিক ওরাল সেক্স পছন্দ করেন। ইতালির ২৪ শতাংশ যুগল পর্ন ছবি দেখতে ভালোবাসেন। এর পাশাপাশি যৌন চাহিদা বৃদ্ধি করতে বিভিন্ন খাবারও খান। যুগলরা সপ্তাহে ৩ বার হলেও মিলন করেন।
সমীক্ষায় বলা হয়েছে, ভারতের ৯৫ শতাংশ যুগল কন্ডোম ব্যবহারই করেন না। যৌন মিলনের সময়ে কন্ডোম ব্যবহারের সঙ্গী কিংবা সঙ্গিনীর কাছে আসা যায় না। এমনটাই মতো অধিকাংশ ভারতীয়ের।
বিশ্বে সব থেকে কম অর্গাজম হয় চিনে। এই দেশের ৭৬ শতাংশ নাগরিকই যৌন মিলনের সময়ে অর্গাজমে পৌঁছাতে পারেন না বলে দাবি।
সেপ্টেম্বরের ১২ তারিখ রাশিয়ায় ছুটি দেওয়া হয়। এই দিন যুগলদের কাজে যেতে দেওয়া হয় না। বাড়িতে সঙ্গম করে সন্তান জন্ম দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়। ৯ মাস পরে কোনও মহিলা সন্তান জন্ম দিলে তাঁকে পুরস্কৃতও করা হয়।
আবার অর্গাজমের দিক দিয়ে বাকি দেশগুলিকে টেক্কা দিচ্ছেন নরওয়ের নাগরিকরা। সেখানে ৩৫ শতাংশ নাগরিক দৈনিক অর্গাজম করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে আবার চাঞ্চল্যকর তথ্য এসেছে। সেখানে একমুখী নয়, থ্রিসাম সেক্সই পছন্দ করেন অনেকে। নিউইয়র্কে এই চাহিদা দিন দিন বাড়ছে।
সমীক্ষা অনুযায়ী, থ্রিসামার নামে একটি ডেটিং অ্যাপের চাহিদা নিউইয়র্কে। তারপরে লস অ্যাঞ্জেশল ও শিকাগো রয়েছে। মার্কিন মুলুকের প্রতি ৬ জনের মধ্যে ১ জনই বহুমুখী যৌনতা পছন্দ করেন। ৪৬ শতাং মহিলা রাতে যৌনতা পছন্দ করেন। আবার ৩৪ শতাংশ পুরুষ রাতে ঘুমাতে পছন্দ করেন।