Advertisement

লাইফস্টাইল

ঝুঁকি কমে লিভার ক্যান্সারের, দিনে কত কাপ ব্ল্যাক কফি খেতে হবে?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2025,
  • Updated 6:40 PM IST
  • 1/12

অনেক মানুষই ব্ল্যাক কফি খেতে পছন্দ করে থাকেন। অনেকে অভ্যাস হিসাবেই খান। 
 

  • 2/12

তবে এই ব্ল্যাক কফির রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা। 
 

  • 3/12

বহু চিকিৎসকই ব্ল্যাক কফি খাওয়ার উপকারিতা নিয়ে কথা বলেছেন। যাঁদের মধ্যে অন্যতম ফর্টিসের ডাঃ শুভম বৎস। 
 

  • 4/12

তিনি ব্ল্যাক কফি নিয়ে যে তথ্য শেয়ার করেছেন, তা অনেকেই জানেন না। 
 

  • 5/12

ডাঃ শুভম বৎসের মতে, ব্ল্যাক কফিকে এখনও অনেকে খুব একটা বেশি পাত্তা দিতে চান না। যদিও এর উপকারিতা অঢেল। 
 

  • 6/12

ব্ল্যাক কফি আপনার জীবনযাপন ও স্বাস্থ্যকে বদলে দিতে পারে। 
 

  • 7/12

ডাঃ বৎস বলেন, এক কাপ ব্ল্যাক কফিতে শুধু ১-২ ক্যালোরি থাকে আর এতে কোনও ফ্যাটও নেই, চিনিও নেই, না থাকে কোনও অতিরিক্ত ক্রিম। 
 

  • 8/12

তবে এই এক কাপ ব্ল্যাক কফিতে ১০০০-এর বেশি বায়ো-অ্যাক্টিভ উপাদান থাকে, যার মধ্যে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টস ও প্রদাহ-বিরোধী উপাদান থাকে। 
 

  • 9/12

এক কথায়, এই সাধারণ ব্ল্যাক কফি অসাধারণ গুণের অধিকারী। 
 

  • 10/12

অনেক গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা রোজ দিনে ২-২ কাপ ব্ল্যাক কফি খান, তাদের মধ্যে লিভার সংক্রান্ত রোগ কম দেখা যায়। 
 

  • 11/12

ডাঃ বৎসের মতে, ব্ল্যাক কফি খেলে লিভার ফাইব্রোসিসের ঝুঁকি কমে, ফ্যাটি লিভার উন্নত হয় এবং লিভার ক্যান্সারের ঝুঁকি ৪০ শতাংশ কমে। 
 

  • 12/12

এছাড়াও ব্ল্যাক কফি রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং শরীরের বিপাকীয় কার্যকারিতা ঠিক রাখে। এটি ওজনও নিয়ন্ত্রণে রাখে। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement