Advertisement

লাইফস্টাইল

সাবধান! শুক্রাণুর গুণমানে প্রভাব ফেলছে করোনা, জানুন কীভাবে পাবেন রক্ষা

Aajtak Bangla
  • 01 Feb 2021,
  • Updated 11:22 PM IST
  • 1/9

প্রজনন পদ্ধতিতে সমস্যা দেখা দিলে বন্ধ্যাত্বের (Infertility) শিকার হন পুরুষরা। বিভিন্ন কারণে আসতে পারে এই সমস্যা। বৈজ্ঞানিকরা জানাচ্ছেন কোভিড ১৯-এর (Covid 19) কারণেও পুরুষরা বন্ধ্যাত্বের শিকার হতে পারেন। এরমধ্যে ইরেকটাইল ডিসফাংশান (Erectile dysfunction) , টেস্টোস্টেরন লেভেল, স্পার্ম কাউন্টের (Sperm Count) মতো কারণ প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। (ছবি সূত্র - গেট্টি)
 

  • 2/9

নয়া এক গবেষণা অনুযায়ী কোভিড ১৯ পুরুষদের স্পার্ম কাউন্টে ক্ষতিকারক প্রভাব ফেলে এবং তার ফলে আসতে পারে বন্ধ্যাত্ব। রিপ্রোডাকশান জার্নালে প্রকাশিত এক তথ্য অনুযায়ী করোনা ভাইরাসের ফলে স্পার্ম সেলের মৃত্যু ঘটতে পারে। 
 

  • 3/9

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুক্রাণুর ওপরে এই প্রভাব ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তবে কোভিড ১৯ রোগীদের ক্ষেত্রে এই প্রভাব অস্বাভাবিক ভাবে থেকে যায়। রোগ কতটা গুরুতর তার ওপরে নির্ভর করে প্রভাব।
 

  • 4/9

এই গবেষণার জন্য ১০ দিন অন্তর মোট ৬০ দিনের জন্য কোভিড ১৯ আক্রান্ত ৮৪ জন রোগীর ডেটা নেওয়া হয়। এরপর সুস্থ ১০৫ জন পুরুষের ডেটার সঙ্গে তার তুলনা করে দেখা হয়। 
 

  • 5/9

পুরনো কিছু গবেষণায় জানা গিয়েছে কোভিড ১৯ পুরুষদের প্রজনন অঙ্গে প্রভাব ফেলে। যদিও গবেষকরা বলছেন এই বিষয়ে এখনও গবেষণার প্রয়োজন রয়েছে। 
 

  • 6/9

বিশেষজ্ঞদের মতে পুরুষদের প্রজনন প্রণালিতে কোভিড ১৯ সংক্রমণ সংবেদনশীল হিসেবে ধার্য করা উচিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঙ্গ হিসেবে ঘোষণা করা উচিত। তবে কোভিড ১৯ দীর্ঘ সময় ধরে পুরুষের প্রজননকে প্রভাবিত করে কি না তার এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি।
 

  • 7/9

এক সমীক্ষা অনুযায়ী শারীরিক পরিশ্রম না হলে পুরুষদের শুক্রাণুর গুণমানে কুপ্রভাব দেখা দেয়। এর জন্য নিয়মতি চাই শরীরচর্চা। এছাড়াও মানসিক চাপও পুরুষদের যৌন জীবনে খারাপ প্রভাব ফেলে।  
 

  • 8/9

বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যকর খাবার খেলে স্পার্ম কাউন্ট ভাল হয়। এর জন্য ভিটামিন সি, ভিটামিন ডি ও জিঙ্ক সম্বলিত খাবার গ্রহণেরই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 
 

  • 9/9

এক সমীক্ষায় জানা গেছে অশ্বগন্ধা পুরুষদের স্পার্ম কাউন্ট বাড়ায়। এর ফলে প্রজনন ক্ষমতাও বাড়ে। এছাড়া মদ্যপান ও ধূমপান এড়িয়ে চলা এবং পর্যাপ্ত ঘুমও এই সমস্যার অনেকটা সমাধান করতে পারে।
 

Advertisement
Advertisement