Advertisement

লাইফস্টাইল

Diabetes Control Tips: এবার বাজারে নতুন ইনসুলিন; সপ্তাহে একদিন নিলেই রেজাল্ট

Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 21 Feb 2023,
  • Updated 4:13 PM IST
  • 1/8

ডায়াবেটিস (Diabetes) এমন একটি দুরারোগ্য রোগ, যাতে আক্রান্তের সংখ্যা দেশ ও বিশ্বে দ্রুত বাড়ছে। ডায়াবেটিসের জন্য শুধু জিনগত কারণই দায়ী নয়, আমাদের খারাপ খাদ্যাভ্যাস এবং অবনতিশীল জীবনধারাও দায়ী। এটা আমাদের খারাপ জীবনধারার ফল যে এই রোগটি অল্প বয়সেও মানুষকে তার নিয়ন্ত্রণে (Diabetes Control Tips) নিচ্ছে।

  • 2/8

একবার ডায়াবেটিস রোগ দেখা দিলে এর মূল থেকে কোনও প্রতিকার নেই, শুধুমাত্র ওষুধ ও খাবারের যত্ন নিলেই তা নিয়ন্ত্রণ করা যায়।

  • 3/8

অনেক ডায়াবেটিস রোগীকে ইনসুলিন নিতে হয়। সেই সমস্ত ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর। এবার তাঁদের জন্য ভারতের বাজারে আসতে চলেছে এক বিশেষ ধরনের ইনসুলিন (Insulin)।

  • 4/8

ফার্মা জায়ান্ট নভো নরডিস্ক (Novo Nordisk) ২০২৫ সালে ভারতে তাদের বিশেষ ইনসুলিন বিক্রি শুরু করবে।

  • 5/8

এই ইনসুলিনের বিশেষত্ব হল একটি সপ্তাহে মাত্র একবারই (Once A Week Insulin) নিতে হবে। অর্থাৎ প্রতিদিন ইনসুলিন নিতে হবে না।

  • 6/8

 ভারতে ৭.৭ কোটিরও বেশি ডায়াবেটিস রোগী রয়েছেন। তাঁদের মধ্যে ৫০ লাখ রোগীকে প্রতিদিন ইনসুলিন নিতে হয়। জন্য এই ইনসুলিন গেম-চেঞ্জার হতে পারে।
 

  • 7/8

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন যে রক্তে সুগার বেড়ে যাওয়ার লক্ষণ থাকা যে কারও জন্য মারাত্মক হতে পারে। অতএব, সময়মত এটি নিয়ন্ত্রণ করা ভাল।

  • 8/8

 শরীরে ব্লাড সুগার বেড়ে যাওয়ার কারণ হতে পারে ডিহাইড্রেশন, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত খাওয়া, মানসিক চাপ, ডায়াবেটিস বা কোনও দুরারোগ্য রোগের ওষুধ খেতে ভুলে যাওয়া। তাই এসব বিষয়ে সবসময় সতর্ক থাকা দরকার।

Advertisement
Advertisement