Advertisement

লাইফস্টাইল

বাতকর্ম চেপে রাখবেন না, তাহলেই এই বিপদ! সাবধান করলেন চিকিৎসক

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 11 Sep 2021,
  • Updated 1:50 PM IST
  • 1/7

সবার সামনে বাতকর্ম করলে সেটাকে খারাপ নজরে দেখা হয়। অনেক সময়ে হাস্যকৌতূকেরও শিকার হতে হয়। কিন্তু অনেকেই ভেবে অবাক হবেন যে, বাতকর্ম অর্থাৎ গ্যাস চেপে রাখা স্বাস্থ্যে পক্ষে খুবই হানিকর। (সব ছবি প্রতীকী)

  • 2/7

এনএনএস এর ডক্টর করন রাজন জানান, গ্যাস চেপে রাখা অত্যন্ত খারাপ। এতে রক্ষ সরবরাহে সমস্যা হয়। 

  • 3/7

ওই চিকিৎসক জানান, গ্যাস অনেকক্ষণ চেপে রাখলে রক্ত প্রবাহে অনেক সমস্যা তৈরি হয়। শ্বাস ত্যাগের সময়ে বেরিয়ে আসতে পারে। যা অত্যন্ত খারাপ।

  • 4/7

চিকিৎসক নিজের ভিডিওতে জানিয়েছেন, একজন ব্যক্তি দিনে কবার বাতকর্ম করেন। সেই সঙ্গে বাতকর্মের নেপথ্যে আসল কী কারণ রয়েছে।  দেখা গিয়েছে যে, ভিডিওটি মোট ২০ লাখ ভিউয়ার্স হয়েছে। 

  • 5/7

ওই চিকিৎসক জানান, এক জন্য পূর্ণবয়স্ক ব্যক্তি দিনে মোট ১৪ বার বাতকর্ম করেন। যত বাতকর্ম করা যায়, শরীরের পক্ষ ততই ভালো। কারণ  এতে শরীরে গ্যাসের চাপ কম থাকে। 

  • 6/7

চিকিৎসক উপদেশ দিয়ে জানান, সবাই বাতকর্ম করেন। কিন্তু যাঁরা দাবি করেন যে বাতকর্ম হয় না, তারা আদতে মিথ্যা বলছেন। তাদের শারীরিক সমস্যা রয়েছে বলা উচিত।

  • 7/7

ডক্টর করন রাজন জানান, মাত্র একটি বাতকর্মই একটা বেলুন ফুলিয়ে দিতে পারে। তিনি আরও বলেন,যে সব খাবার হজম হয় না। সেগুলি ব্যাকটিরিয়ার মাধ্যমে গ্যাসে পরিণত হয়। শরীর থেকে নির্গত হয়।

Advertisement
Advertisement