Advertisement

লাইফস্টাইল

Laljal Cave in Jhargram : রহস্যময় ঝাড়গ্রামের লালজল গুহা! থাকত আদিম মানব

Aajtak Bangla
  • ঝাড়গ্রাম,
  • 11 Sep 2021,
  • Updated 9:18 PM IST
  • 1/17

Laljal Cave in Jhargram: লালজল (Laljal) ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রে এক উল্লেখযোগ্য নাম। বেলপাহাড়ির জঙ্গলঘেরা এক পাথরের পাহাড়। তারই মধ্যে এক গুহা।

  • 2/17

আদিম মানবগুহা বলেই যা পরিচিত। এখানে আদিম মানুষের ব্যবহারিক জিনিসও উদ্ধার হয়েছে বলে দাবি স্থানীয়দের।

  • 3/17

এখানে জড়িয়ে আছে নানা উপকথা, লোকচার। বিস্মিত করতে পারে সে সব।

  • 4/17

কথিত আছে, এই গুহায় নাকি মা দুর্গার মূর্তি আছে। এক সাধু এই গুহায় বসে ধ্যান করতেন। পাশে তার হিংস্র বাঘ ও থাকত। 

  • 5/17

প্রত্নতাত্ত্বিকরা যখন মূর্তির জন্য খনন শুরু করেছিলেন, তখন এক বিষধর সাপ তাঁদের সামনে রুখে দাঁড়ায়। তার পর আর কেউ খনন করার সাহস দেখায়নি।

  • 6/17

সেই সাধুই প্রথম এখানে দুর্গাপুজার প্রচলন করেন। তিনি লালজল (Laljal) গ্রামবাসীদের বলে যান, কোনও অবস্থাতেই যেন পুজা বন্ধ না হয় এখানে।

  • 7/17

গ্রামবাসী বক্তব্য, একবার পুজা বন্ধ ছিল। এখানে সেবারই মাওবাদী অশান্তি নেমে আসে গ্রামে।

  • 8/17

জঙ্গলমহলে প্রথম পুলিশ খুন হন এই লালজলে।

  • 9/17

তার পর আর লালজল (Laljal)-এ পুজো বন্ধ করেনি গ্রামবাসীরা। এখন তারা অনেক ভাল আছেন।

  • 10/17

পাহাড়ের ওপর গুহা। তার একধাপ নিচে দুর্গা মন্দির। আর পাহাড়ের কোলে সাধুসন্তদের জন্য আশ্রম গড়ে তোলা হয়েছিল। সেখানেই হয় নিত্য পুজা।

  • 11/17

পুজোর ক'টা দিন ধুমধাম করে চলে পুজো। বিশেষ করে নবমীর দিন বাসন্তী পুজা হয়। সেদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত চলে ভক্তদের আনাগোনা।

  • 12/17

পাশ্ববর্তী রাজ্য থেকেও ভক্তরা আসে। মেলা বসে। গ্রামের সমস্ত পুরুষ-মহিলা মাথায় ঘট নিয়ে বাদ্য সহযোগে গ্রাম প্রদক্ষিণ করেন। 

  • 13/17

আর লালজল (Laljal) পাহাড়ের উপর থেকে অপরূপ প্রাকৃতিক দৃশ্যর সঙ্গে একাকার হতে ভিড় জমায় ভক্তরা।

  • 14/17

যদিও লালজল (Laljal)-এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই ভিড় লেগে থাকে।

  • 15/17

করোনার প্রভাব কমতেই ভিড় বাড়তে শুরু করে এখানে। তাই  করোনার প্রভাব কাটিয়ে এবার পুজোর জন্য প্রস্তুত হচ্ছে লালজল (Laljal)।

  • 16/17

কারণ পুজোর আর বেশিদিন বাকি নেই।

  • 17/17

তাই সেখানে সাজ সাজ রব। আকাশে-বাতাসে খুশির আমেজ।

Advertisement
Advertisement