Advertisement

লাইফস্টাইল

Children's Day Wishes : 'মায়ের গল্প-পরীর স্বপ্ন...', এই মেসেজগুলিতে জানান শিশু দিবসের শুভেচ্ছা

Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 Nov 2022,
  • Updated 9:03 AM IST
  • 1/8

আজ ১৪ নভেম্বর। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন। আর এই দিনেই উদযাপিত হয় শিশু দিবস (Happy children's day 2022)। শোনা যায়, শিশুদের খুবই ভালবাসতেন প্রাক্তন  প্রধানমন্ত্রী। আবার শিশুরাও ভালবেসে তাঁকে চাচা নেহেরু বলে ডাকত। তাই এই দিনে নিজেদের বাড়ির কচিকাঁচাদের অবশ্যই শিশু দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তেমনই কিছু উইশ বার্তা (children's day wishes) রইল এখানে। 

  • 2/8

ইয়ে দৌলত ভি লো লো, ইয়ে শোহরত ভি লে লো
ভলে ছিন লো মুঝসে মেরি জওয়ানি
মগর মুঝকো লওটা দো বাচপন বা সাওয়ন
উয়ো কাগজ কি কস্তি, উয়ো বারিশ কা পানি
Happy Children's Day 2022

  • 3/8

শিশু দিবস হল চাচার জন্মদিন
আমাদের সকলের ভালবাসার
আজ যদি তিনি থাকতেন
তাঁর ভালবাসা হত সবচেয়ে বেশি
Happy Children's Day 2022

  • 4/8

শিশুকাল হল আনন্দের ধন
যা আর ফিরে আসবে না
তা ভুলে থাকাও বড় কঠিন
Happy Children's Day 2022
 

  • 5/8

ছোটবেলার সমস্ত মরশুই দারুণ ছিল, বৃষ্টিতে কাগজের নৌকা ভাসতো 
মায়ের মুখের গল্প ছিল, পরীরা স্বপ্নে আসতো
রইল শিশু দিবসের শুভেচ্ছা (Children's Day 2022)

  • 6/8

বিশ্বের সবচেয়ে সৎ সময়, বিশ্বের সবচেয়ে ভাল দিন
বিশ্বের সবচেয়ে ভাল মুহূর্ত, পাওয়া যায় শুধু ছোটবেলায়

  • 7/8

সকালের খবর নেই, সন্ধ্যের ঠিকানা নেই
ক্লান্ত হয়ে স্কুল থেকে ঘরে ফেরা, খেলার মাঝেই শিক্ষা সারা

  • 8/8

আমরা আমাদের ইচ্ছানুসারে শিশুদের তৈরি করতে পারি না
আমাদের তাদের ওই ভাবেই স্বীকার করতে হবে
ভগবান তাদের যে রূপে দিয়েছেন সেভাবেই ভালবাসতে হবে
জওহরলাল নেহেরু (Children's Day Quotes)
 

Advertisement
Advertisement