Advertisement

লাইফস্টাইল

Happy Mother's Day 2022: হ্যাপি মাদার্স ডে! সোশ্যাল মিডিয়ায় মাকে শুভেচ্ছা জানান এই মেসেজের মাধ্যমে

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 May 2022,
  • Updated 7:57 AM IST
  • 1/10

বেশিরভাগ মহিলারাই বলেন 'মাতৃত্ব' তাঁদের জীবনের সর্বশ্রেষ্ঠ গুণ। সকলের জীবনের প্রথম গাইড, দার্শনিক, পরামর্শদাতা এবং বন্ধু হয় 'মা'। প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় 'মাতৃ দিবস' বা 'মাদার্স ডে' (Mother's Day)। মে মাসের দ্বিতীয় রবিবার পৃথিবী জুড়ে হয় 'মাদার্স ডে'। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ৮ মে।  

  • 2/10

এই 'মাদার্স ডে'-তে আপনার মা কিংবা মাতৃসমদের স্পেশাল অনুভূতি দিতে পারেন সামাজিক মাধ্যমের সাহায্যে। জেনে নিন কী ভার্চুয়াল বার্তা পাঠাবেন আপনি।

  • 3/10

 "হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান।" প্রণাম নিও মা!  

  • 4/10

আমার জীবনের শুরু তোমাকে দিয়ে মা, আমার প্রথম শেখা শব্দ হল মা, স্বর্গ আমি দেখিনি, কিন্তু স্বর্গের চেয়ে অনেক বেশি সুন্দর তুমি মা। হ্যাপি মাদার্স ডে।

  • 5/10

মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল! 

  • 6/10

মা তুমিই আমার প্রথম বন্ধু,তুমিই আমার সেরা বন্ধু,তুমিই  আমার চিরকালের বন্ধু! তোমায় খুব ভালোবাসি মা...
 

  • 7/10

 আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা... হ্যাপি মাদার্স ডে!

  • 8/10

 প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা ,আমার পৃথিবী তুমি মা। মা দিবসের শুভেচ্ছা।

  • 9/10

মাতৃত্ব!ভালবাসার শুরু আর শেষ এখানেই। শুভ মাতৃ দিবস সকলকে! 

  • 10/10

মায়ের আদরে যে আরাম,ভরসা আছে, তা আর পৃথিবীর কারও আদরে নেই।

Advertisement
Advertisement