ল্যাভেন্ডার অয়েলের সুগন্ধের জন্য পৃথিবী বিখ্যাত। অনেকেরই অজানা বেগুনী রঙের এই ফুল খুব ভাল ভেষজ ওষুধ। সেই সঙ্গে এই তেল মানুষের মস্তিষ্ককে অনেকটা শিথিল করে দেয়। জানুন ল্যাভেন্ডার অয়েলের আরও অনেক গুণাগুণ।
অ্যারোমা থেরাপির জন্য ল্যাভেন্ডার অয়েল খুবই কার্যকরী। একটি গবেষণা অনুযায়ী, মহিলাদের সন্তান জন্ম দেওয়ার সময়ে যে ক্ষতের সৃষ্টি হয়, তা নির্মূল করতে এই তেল খুব ভাল কাজ করে।
ল্যাভেন্ডার অয়েলের সঙ্গে কোনও গুল্ম মিশিয়ে রোজ চুলের গোঁড়ায় মালিশ করলে, চুল পড়া অনেক কম হয়।
ঘর পরিষ্কার করতেও এই তেল খুব ভাল। শুধুমাত্র ৪ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল এবং আধ কাপ বেকিং সোডা মিশিয়ে ঘর মুছলেই, সমস্ত জীবাণুর বিনাশ হয় এবং সেই সঙ্গে ঘরে সুগন্ধ থাকে।
ঘুরতে যাওয়ার সময়ে অনেকের গাড়িতে গা বমি ভাব লাগে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ল্যাভেন্ডার অয়েলের গন্ধ খুব উপকারী।
গবেষণা অনুযায়ী, ল্যাভেন্ডার অয়েল দিয়ে ম্যাসাজ করলে, মানসিক স্ট্রেস অনেক কমে যায়। সেই সঙ্গে এর ফলে মানসিকভাবে খুব শান্ত হওয়া ছাড়াও মনোযোগ বৃদ্ধি পায়।
ল্যাভেন্ডারে অ্যান্টি- ব্যাকটেরিয়াল উপাদান আছে। সেই জন্যে, প্রদাহ, ব্যথা এবং ডায়রিয়ার মতো শারীরিক সমস্যাগুলি থেকে মুক্তি মেলে ল্যাভেন্ডার অয়েলের জন্যে।
চুলে উকুনের সমস্যায় ভোগেন অনেকেই। তাঁদের জন্য ল্যাভেন্ডার অয়েলের জুরি মেলা ভার। টি ট্রি অয়েলের সঙ্গে ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে চুলে লাগালে উকুনের হাত থেকে রেহাই মেলে।
ল্যাভেন্ডারের তিন রকম স্বাদ আছে। ফলে খাবারেও এটি ব্যবহার করা হয়। ল্যাভেন্ডারে উপস্থিত এক ধরণের অ্যাসিড ক্যান্সারের সঙ্গে লড়তে ভাল কাজ করে।
জামাকাপড় ধোয়ার সময়ে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ওয়াশিং মেশিন বা বালতিতে দিয়ে দিন। এর ফলে জামাকাপড় যেমন থাকে ব্যাকটেরিয়া ফ্রি, সেই সঙ্গে সুগন্ধও থাকে।